ডাকসু প্রার্থী জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, মুহসিন হলে উত্তেজনা

- আপডেট সময় : ০৬:২৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (মধ্যরাতে) হাজী মুহম্মদ মুহসিন হলের ৪৬২ নম্বর কক্ষে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মারামারির সময় রবিউলকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে জালালের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় রবিউলকে সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শিক্ষার্থীদের দাবি, ‘জ্বালাময়ী জালাল’ নামে পরিচিত জালাল আহমেদই রবিউলকে কুপিয়েছে। ঘটনার পর কক্ষ ভেতর থেকে আটকে ফেললেও পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পাল্টা আঘাতের অভিযোগ জালালের পক্ষ থেকেও রয়েছে।
ঘটনার পর মুহসিন হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত জালাল আহমেদের স্থায়ী বহিষ্কার এবং হল প্রভোস্টের পদত্যাগের দাবি জানান।
ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “হলের প্রভোস্ট, দুইজন হাউস টিউটর ও কর্মকর্তারা অভিযুক্তকে থানায় নিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হবে। মামলার পরবর্তী প্রক্রিয়া প্রচলিত আইন অনুযায়ী চলবে।”
প্রক্টরের আশ্বাস সত্ত্বেও মুহসিন হলে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।