লং মার্চ টু ঢাকা
শাহবাগে অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা, সৃষ্টি হয়েছে জটিল যান পরিস্থিতি

- আপডেট সময় : ০৬:৪৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৭ বার পড়া হয়েছে
রাজধানীর শাহবাগ এলাকায় আজও অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে মঙ্গলবার শুরু হওয়া আন্দোলনের দ্বিতীয় দিনে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন, যা আশপাশের সড়কে চলাচল বন্ধ করে দেয় এবং বিশাল যানজট সৃষ্টি করে।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ প্রথম আলোর সঙ্গে কথা বলায় জানান, “তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রাথমিকভাবে শাহবাগ অবরোধ করা হয়েছে। তবে দাবি আদায়ে সাড়া না মেলায় অন্য কোথাও কর্মসূচি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।”
প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে:
- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার না করা।
- ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
- দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।
গতকাল মঙ্গলবারও শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। আজকের অবস্থান ও যানজটের কারণে রাজধানীর সড়ক পরিবহন বন্ধ ছিল।
প্রকৌশল শিক্ষার্থীদের এই কর্মসূচি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে এবং যান চলাচলে সাধারণ মানুষের জন্য অসুবিধার কারণ হচ্ছে।