শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া,
সচিবালয় গেটে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি ছোড়া হয়

- আপডেট সময় : ০৮:৪০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ সচিবালয়ের এক নম্বর গেটের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা নয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। সেখানে তারা প্রায় ৩০ মিনিট অবস্থান করার পর শিক্ষা ভবনের দিকে যাত্রা করেন।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয় অভ্যন্তরে প্রবেশ করেন। তাদের সাক্ষাৎ বিকেল সাড়ে ৪টার সময় নির্ধারিত ছিল।
এই সময়ে বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। হঠাৎ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ফাঁকা গুলির ঘটনায় সেখানকার পরিবেশ অস্থির হয়ে ওঠে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়।