মহাসড়ক অবরোধ
শাহবাগে সংঘর্ষের জেরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধে রুয়েট শিক্ষার্থীরা

- আপডেট সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১ বার পড়া হয়েছে
রাজধানীর শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) দুপুর ৪টার দিকে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীবাহী অসংখ্য যানবাহন রাস্তায় আটকা পড়ে।
এর আগে, তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে শাহবাগে পুলিশ তাদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।
সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহত শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার পর পুরো শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আরো পড়ুনঃhttp://শাহবাগে পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি-দাওয়ার বিষয়ে ৪ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। সেই কমিটিতে ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিও থাকবে।”