ডাকসু নির্বাচন: ‘বৈষম্যবিরোধী’ প্রার্থীদের মধ্যে বিদ্রোহী পদপ্রার্থী, ক্যাম্পাসে আলোচনা”
- আপডেট সময় : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থী হওয়া হাসিবুল ইসলাম প্যানেল ত্যাগ করে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক।
হাসিবুল প্রথম আলোকে বলেন, “বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আমাকে বলেছেন, এজিএস পদে প্রার্থী হলে জেতার সম্ভাবনা বেশি। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
হাসিবুল ছাড়া আরও তিনজন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা এজিএস পদে ‘বিদ্রোহী’ হিসেবে প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, সানজানা আফিফা (অদিতি) ও আশিকুর রহমান (জীম)। তাহমীদ সংগঠনটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক, সানজানা ও আশিকুর যুগ্ম সদস্যসচিব।
সংগঠনটির প্যানেল থেকে এজিএস পদে প্রার্থী হয়েছেন আশরেফা খাতুন, যিনি সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র। সব মিলিয়ে এজিএস পদে মোট পাঁচজন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ঘটনার পর ক্যাম্পাসে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।