ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ: সি–পুতিন–কিমের উপস্থিতি, চীনের নতুন অস্ত্রের প্রদর্শন দেশীয় উপকরণে আভিজাত্য: থাই এমারেল্ড রেস্তোরাঁর নকশার গল্প প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার উল্টো প্রবণতা, বাড়াতে হবে শিক্ষাখাতে বিনিয়োগ নড়াইলে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার ত্রয়োদশ নির্বাচনের আগে একাধিক সরকার আসতে পারে: আসাদুজ্জামান রিপন হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর তিন দিনের রিমান্ডে ট্রাম্পের অভিযোগ: পুতিন, শি এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ইভটিজিংয়ের দায়ে অটোচালককে ১ বছরের কারাদণ্ড বকেয়া বেতনের দাবিতে কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর হতে বাধা নেই

সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হারিস রউফ, পাকিস্তানের ফিল্ডিং সমালোচনায় তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। চার উইকেট তুলে নিয়ে দলকে জিতিয়েছেন, পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার মেডেন উইকেটের স্বাদও। এত বড় সাফল্যে ম্যাচ শেষে ফুরফুরে মেজাজে থাকার কথা তাঁর। তবে ঘটল উল্টো ঘটনা—সাংবাদিকদের এক প্রশ্নে ক্ষুব্ধ হয়ে পড়লেন এই পেসার।

গতকাল রাতে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে পাকিস্তান। এ জয়ে বড় ভূমিকা রাখেন রউফ। কিন্তু ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে এক সাংবাদিকের মন্তব্যে চটে যান তিনি।

সাংবাদিকের দাবি ছিল, পাকিস্তানের ফিল্ডিং দুর্বল ছিল, বেশ কিছু ভুল হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ রউফ বলেন,

“আমার মনে হয় আপনি ম্যাচটা ঠিকমতো দেখেননি। আমাদের ফিল্ডিংয়ে তেমন কোনো ভুল হয়নি। আবার দেখলে বুঝবেন, ম্যাচে ফিল্ডিং আসলে ভালোই ছিল।”

ফিল্ডিং ইস্যুতে পাকিস্তানের দুর্বলতা নতুন নয়। প্রায়ই ক্যাচ মিস বা ভুল ফিল্ডিংয়ের কারণে দলকে খেসারত দিতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে রউফ এবার ভিন্ন সুরে দাবি করলেন, দলের ফিল্ডিং ভালো হয়েছে।

এখানেই শেষ নয়। সাংবাদিকেরা যখন এই ত্রিদেশীয় সিরিজকে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে উল্লেখ করলেন, তখনও আপত্তি তোলেন রউফ। তাঁর মতে, কোনো আন্তর্জাতিক ম্যাচকেই কেবল ‘প্রস্তুতির খেলা’ হিসেবে দেখা ঠিক নয়।

তিনি বলেন,

“আপনি বলছেন এটি প্রস্তুতির ম্যাচ, কিন্তু আমি মনে করি, কোনো আন্তর্জাতিক ম্যাচ প্রস্তুতি হতে পারে না। প্রতিটি ম্যাচেই চাপ থাকে, প্রতিটি ম্যাচেই আমাদের দলের পরিকল্পনা থাকে। সেটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।”

পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে চলমান এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। তাই এই টুর্নামেন্টকে অনেকেই মূল প্রতিযোগিতার আগে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে দেখছেন। তবে রউফের দৃষ্টিতে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হারিস রউফ, পাকিস্তানের ফিল্ডিং সমালোচনায় তীব্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৬:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। চার উইকেট তুলে নিয়ে দলকে জিতিয়েছেন, পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার মেডেন উইকেটের স্বাদও। এত বড় সাফল্যে ম্যাচ শেষে ফুরফুরে মেজাজে থাকার কথা তাঁর। তবে ঘটল উল্টো ঘটনা—সাংবাদিকদের এক প্রশ্নে ক্ষুব্ধ হয়ে পড়লেন এই পেসার।

গতকাল রাতে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে পাকিস্তান। এ জয়ে বড় ভূমিকা রাখেন রউফ। কিন্তু ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে এক সাংবাদিকের মন্তব্যে চটে যান তিনি।

সাংবাদিকের দাবি ছিল, পাকিস্তানের ফিল্ডিং দুর্বল ছিল, বেশ কিছু ভুল হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ রউফ বলেন,

“আমার মনে হয় আপনি ম্যাচটা ঠিকমতো দেখেননি। আমাদের ফিল্ডিংয়ে তেমন কোনো ভুল হয়নি। আবার দেখলে বুঝবেন, ম্যাচে ফিল্ডিং আসলে ভালোই ছিল।”

ফিল্ডিং ইস্যুতে পাকিস্তানের দুর্বলতা নতুন নয়। প্রায়ই ক্যাচ মিস বা ভুল ফিল্ডিংয়ের কারণে দলকে খেসারত দিতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে রউফ এবার ভিন্ন সুরে দাবি করলেন, দলের ফিল্ডিং ভালো হয়েছে।

এখানেই শেষ নয়। সাংবাদিকেরা যখন এই ত্রিদেশীয় সিরিজকে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে উল্লেখ করলেন, তখনও আপত্তি তোলেন রউফ। তাঁর মতে, কোনো আন্তর্জাতিক ম্যাচকেই কেবল ‘প্রস্তুতির খেলা’ হিসেবে দেখা ঠিক নয়।

তিনি বলেন,

“আপনি বলছেন এটি প্রস্তুতির ম্যাচ, কিন্তু আমি মনে করি, কোনো আন্তর্জাতিক ম্যাচ প্রস্তুতি হতে পারে না। প্রতিটি ম্যাচেই চাপ থাকে, প্রতিটি ম্যাচেই আমাদের দলের পরিকল্পনা থাকে। সেটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।”

পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে চলমান এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। তাই এই টুর্নামেন্টকে অনেকেই মূল প্রতিযোগিতার আগে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে দেখছেন। তবে রউফের দৃষ্টিতে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।