সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হারিস রউফ, পাকিস্তানের ফিল্ডিং সমালোচনায় তীব্র প্রতিক্রিয়া

- আপডেট সময় : ০৬:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। চার উইকেট তুলে নিয়ে দলকে জিতিয়েছেন, পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার মেডেন উইকেটের স্বাদও। এত বড় সাফল্যে ম্যাচ শেষে ফুরফুরে মেজাজে থাকার কথা তাঁর। তবে ঘটল উল্টো ঘটনা—সাংবাদিকদের এক প্রশ্নে ক্ষুব্ধ হয়ে পড়লেন এই পেসার।
গতকাল রাতে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে পাকিস্তান। এ জয়ে বড় ভূমিকা রাখেন রউফ। কিন্তু ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে এক সাংবাদিকের মন্তব্যে চটে যান তিনি।
সাংবাদিকের দাবি ছিল, পাকিস্তানের ফিল্ডিং দুর্বল ছিল, বেশ কিছু ভুল হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ রউফ বলেন,
“আমার মনে হয় আপনি ম্যাচটা ঠিকমতো দেখেননি। আমাদের ফিল্ডিংয়ে তেমন কোনো ভুল হয়নি। আবার দেখলে বুঝবেন, ম্যাচে ফিল্ডিং আসলে ভালোই ছিল।”
ফিল্ডিং ইস্যুতে পাকিস্তানের দুর্বলতা নতুন নয়। প্রায়ই ক্যাচ মিস বা ভুল ফিল্ডিংয়ের কারণে দলকে খেসারত দিতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে রউফ এবার ভিন্ন সুরে দাবি করলেন, দলের ফিল্ডিং ভালো হয়েছে।
এখানেই শেষ নয়। সাংবাদিকেরা যখন এই ত্রিদেশীয় সিরিজকে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে উল্লেখ করলেন, তখনও আপত্তি তোলেন রউফ। তাঁর মতে, কোনো আন্তর্জাতিক ম্যাচকেই কেবল ‘প্রস্তুতির খেলা’ হিসেবে দেখা ঠিক নয়।
তিনি বলেন,
“আপনি বলছেন এটি প্রস্তুতির ম্যাচ, কিন্তু আমি মনে করি, কোনো আন্তর্জাতিক ম্যাচ প্রস্তুতি হতে পারে না। প্রতিটি ম্যাচেই চাপ থাকে, প্রতিটি ম্যাচেই আমাদের দলের পরিকল্পনা থাকে। সেটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।”
পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে চলমান এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। তাই এই টুর্নামেন্টকে অনেকেই মূল প্রতিযোগিতার আগে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে দেখছেন। তবে রউফের দৃষ্টিতে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।