ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ মেসির হাতের সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা সালাহ ম্যাজিকে আইভরি কোস্টকে বিদায় করে সেমিতে মিশর বারিশাল গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

রাকসুর ইতিহাসে প্রথমবার ভিপি পদে নারী প্রার্থী।

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:৫০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এক নারী শিক্ষার্থী। তাঁর নাম তাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

রাকসুর ৬৩ বছরের ইতিহাসে এ পর্যন্ত ১৪ বার নির্বাচন হয়েছে। বিজয়ীদের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ভিপি ও সাধারণ সম্পাদক (জিএস) পদে কোনো নারী কখনো নির্বাচিত হননি।

কোনো নারী প্রার্থী এর আগে ভিপি পদে দাঁড়িয়েছেন কি না, তা জানতে যোগাযোগ করা হয় ১৯৮৮–৮৯ মেয়াদের ভিপি রাগীব আহসানের সঙ্গে। তিনি বলেন, তাঁর জানামতে এখনো পর্যন্ত কোনো নারী ভিপি পদে প্রার্থী হননি।

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসুর যাত্রা শুরু হয় ১৯৬২ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। ওই নির্বাচনে ভিপি নির্বাচিত হন রুহুল কবির রিজভী আহমেদ (বর্তমানে বিএনপি নেতা)। জিএস হয়েছিলেন রুহুল কুদ্দুস (তৎকালীন জাসদ ছাত্রলীগ নেতা)।

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসুর ভোট। মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে ২৪ আগস্ট থেকে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাকসু ও সিনেট নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রায় ২০০ মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। তবে শুধুমাত্র রাকসুর জন্য কতগুলো ফরম বিতরণ হয়েছে, তা আলাদাভাবে জানাতে পারেনি কমিশন।

এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ছাত্রসংগঠন বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা হয়নি। তবে ব্যক্তিগতভাবে অনেকে প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা শুরু করেছেন। কিন্তু নারী প্রার্থী হিসেবে তাসিন খানই নজর কাড়ছেন সবার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাকসুর ইতিহাসে প্রথমবার ভিপি পদে নারী প্রার্থী।

আপডেট সময় : ০৭:৫০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এক নারী শিক্ষার্থী। তাঁর নাম তাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

রাকসুর ৬৩ বছরের ইতিহাসে এ পর্যন্ত ১৪ বার নির্বাচন হয়েছে। বিজয়ীদের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ভিপি ও সাধারণ সম্পাদক (জিএস) পদে কোনো নারী কখনো নির্বাচিত হননি।

কোনো নারী প্রার্থী এর আগে ভিপি পদে দাঁড়িয়েছেন কি না, তা জানতে যোগাযোগ করা হয় ১৯৮৮–৮৯ মেয়াদের ভিপি রাগীব আহসানের সঙ্গে। তিনি বলেন, তাঁর জানামতে এখনো পর্যন্ত কোনো নারী ভিপি পদে প্রার্থী হননি।

১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসুর যাত্রা শুরু হয় ১৯৬২ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। ওই নির্বাচনে ভিপি নির্বাচিত হন রুহুল কবির রিজভী আহমেদ (বর্তমানে বিএনপি নেতা)। জিএস হয়েছিলেন রুহুল কুদ্দুস (তৎকালীন জাসদ ছাত্রলীগ নেতা)।

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসুর ভোট। মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে ২৪ আগস্ট থেকে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাকসু ও সিনেট নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রায় ২০০ মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। তবে শুধুমাত্র রাকসুর জন্য কতগুলো ফরম বিতরণ হয়েছে, তা আলাদাভাবে জানাতে পারেনি কমিশন।

এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ছাত্রসংগঠন বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা হয়নি। তবে ব্যক্তিগতভাবে অনেকে প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা শুরু করেছেন। কিন্তু নারী প্রার্থী হিসেবে তাসিন খানই নজর কাড়ছেন সবার।