ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার উল্টো প্রবণতা, বাড়াতে হবে শিক্ষাখাতে বিনিয়োগ নড়াইলে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার ত্রয়োদশ নির্বাচনের আগে একাধিক সরকার আসতে পারে: আসাদুজ্জামান রিপন হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর তিন দিনের রিমান্ডে ট্রাম্পের অভিযোগ: পুতিন, শি এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ইভটিজিংয়ের দায়ে অটোচালককে ১ বছরের কারাদণ্ড বকেয়া বেতনের দাবিতে কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর হতে বাধা নেই লঘুচাপ পরিণত সুস্পষ্ট লঘুচাপে, বাড়বে বৃষ্টি বগুড়া সদর থানাধীন ঠনঠনিয়াস্থ আল-ওহি ন্যাশনাল মাদ্রাসায় ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। 

কিশোরগঞ্জের পাগলা মসজিদে খোলা ১৩টি সিন্দুক থেকে মিলেছে ৩২ বস্তা টাকা, স্বর্ণ-ভাণ্ডার ও বৈদেশিক মুদ্রা

নিজস্ব প্রতিবেদক ।
  • আপডেট সময় : ০৭:৫৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি সিন্দুক খোলা হয় এবং তাতে মোট ৩২ বস্তা টাকার পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। শনিবার সকাল ৭টা থেকে সিন্দুকের গণনার কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ আশা করছেন, এবার মিলিত সম্পদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

মসজিদের দানের সিন্দুক প্রতি চার মাস অন্তর খোলা হয়। মনোবাসনা পূরণের আশায় মানুষ এখানে টাকাসহ নানা সম্পদ দান করেন। চলতি বছরের ১২ এপ্রিলও দানবাক্স খোলা হয়েছিল, যেখানে মোট ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকার নগদ, বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ উপস্থিত থেকে ১৩টি সিন্দুক খোলা নিশ্চিত করেন। সিন্দুক থেকে পাওয়া সব টাকা মেঝেতে ঢেলে গণনা করা হচ্ছে।

ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ পর্যন্ত নগদ হিসেবে ৯১ কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে, এছাড়া অনলাইনে পাঁচ লক্ষাধিক টাকার আরও দান আছে। আজকের গণনার পর এই টাকা ব্যাংকে জমা হবে। দানের এই লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয় এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরগঞ্জের পাগলা মসজিদে খোলা ১৩টি সিন্দুক থেকে মিলেছে ৩২ বস্তা টাকা, স্বর্ণ-ভাণ্ডার ও বৈদেশিক মুদ্রা

আপডেট সময় : ০৭:৫৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি সিন্দুক খোলা হয় এবং তাতে মোট ৩২ বস্তা টাকার পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। শনিবার সকাল ৭টা থেকে সিন্দুকের গণনার কাজ শুরু হয়েছে। কর্তৃপক্ষ আশা করছেন, এবার মিলিত সম্পদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

মসজিদের দানের সিন্দুক প্রতি চার মাস অন্তর খোলা হয়। মনোবাসনা পূরণের আশায় মানুষ এখানে টাকাসহ নানা সম্পদ দান করেন। চলতি বছরের ১২ এপ্রিলও দানবাক্স খোলা হয়েছিল, যেখানে মোট ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকার নগদ, বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ উপস্থিত থেকে ১৩টি সিন্দুক খোলা নিশ্চিত করেন। সিন্দুক থেকে পাওয়া সব টাকা মেঝেতে ঢেলে গণনা করা হচ্ছে।

ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদ ও ইসলামি কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ পর্যন্ত নগদ হিসেবে ৯১ কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে, এছাড়া অনলাইনে পাঁচ লক্ষাধিক টাকার আরও দান আছে। আজকের গণনার পর এই টাকা ব্যাংকে জমা হবে। দানের এই লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয় এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয়।