বিএনপির সাবেক এমপির ওপর হামলার সাত আসামীর জামিন নামঞ্জুর

- আপডেট সময় : ১০:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৫ বার পড়া হয়েছে
বরগুনার বিএনপির সাবেক এমপির ওপর হামলার ঘটনার মামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর
বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় সাতজন আওয়ামী লীগের নেতা-কর্মীর জামিন আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার (৩১ আগস্ট)সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন। আসামীরা হলেন—বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার আওয়ামী লীগের কর্মী মো. জাকির হোসেন লাভু,গোলাম মাওলা মিলন, মারজান আবদুল্লা আল মারজান, জাকারিয়া সুমন, মো. নিজাম, মো. নিজাম উদ্দিন তালুকদার, কিবরিয়া ও মো. খলিল। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পিপি মো. জসিম উদ্দিন।
জানা যায়,পাথরঘাটা উপজেলার বিএনপি কর্মী সোলায়মান বাদী হয়ে পাথরঘাটা থানায় আওয়ামী লীগের ১০৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ অক্টোবর অভিযোগ করেন। বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি,তার পূর্ব ঘোষিত পাথরঘাটায় সভা করার জন্য ২০২২ সালের ৪ সেপ্টেম্বর গাড়ি বহর নিয়ে ঢাকা থেকে পাথরঘাটা যাচ্ছিলেন।
ওইদিন বিকাল অনুমান সাড়ে ৩ টায় গাড়ি বহর নিয়ে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সিএন্ডবি বাজারে পৌঁছলে ওই সময়ের বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে আওয়ামী লীগের ১০৫ জন নেতা-কর্মীরা অজ্ঞাত আরও দুইশত কর্মীরা আলহাজ্ব নুরুল ইসলাম মনির উপর অতর্কিত হামলা করে।এতে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন। তার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় আলহাজ্ব নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন।
ওই আসামীরা হাইকোর্ট থেকে চলতি বছরের ২৮ মে ৮ সপ্তাহের অগ্রিম জামিন পায়। জামিনের মেয়াদ শেষ দিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকজ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামীদের আইনজীবী মো. নাসির উদ্দিন সোহাগ বলেন,আমার মক্কেল আবার হাইকোর্টে জামিনের আবেদন করবেন।