ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরের চান্দনা কাঁচাবাজারে আগুন, ৩০–৩৫টি দোকান পুড়ে ছাই খরা, পানিসংকট ও অবহেলায় হুমকিতে উত্তরাঞ্চলের খাদ্যনিরাপত্তা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৪১ রোহিঙ্গা। চাকসুর ভোটার তালিকায় আপত্তি জানানোর মেয়াদ বাড়ল ঝিনাইদহে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, দেয়ালে লেখা হত্যার কারণ। প্রকাশ্যে এসে ডাকসুর নির্বাচনী লড়াইয়ে ছাত্রশিবির রাজউকের প্লট জালিয়াতি: শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ যাত্রীবেশে অটোরিকশা চালককে পরিকল্পিতভাবে হত্যা, পালালো দুর্বৃত্তরা প্রায় ৪৮ হাজার শ্রমিকের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করলে চরম সীমা লঙ্ঘন হবে: আরব আমিরাতের হুঁশিয়ারি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০; আহত সহস্রাধিক

আফরোজা হোসেন।
  • আপডেট সময় : ০৭:১৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। গতকাল রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এই ৬ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। দেশটির তথ্য মন্ত্রণালয় আনাদোলু এজেন্সিকে এই ভয়াবহ পরিস্থিতির কথা নিশ্চিত করেছে।

​মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১১টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার।

​আফগান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।

​স্থানীয় বাসিন্দারা এই ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন। ভারপ্রাপ্ত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “দুঃখজনকভাবে, এই ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তা দল পাঠানো হয়েছে।

​ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একই এলাকায় কমপক্ষে আরও দুটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে, যার মধ্যে একটির মাত্রা ছিল ৫.২। এতে উদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে।

​ভূমিকম্পের কম্পন আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০; আহত সহস্রাধিক

আপডেট সময় : ০৭:১৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

​আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। গতকাল রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এই ৬ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। দেশটির তথ্য মন্ত্রণালয় আনাদোলু এজেন্সিকে এই ভয়াবহ পরিস্থিতির কথা নিশ্চিত করেছে।

​মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১১টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার।

​আফগান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।

​স্থানীয় বাসিন্দারা এই ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন। ভারপ্রাপ্ত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “দুঃখজনকভাবে, এই ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তা দল পাঠানো হয়েছে।

​ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একই এলাকায় কমপক্ষে আরও দুটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে, যার মধ্যে একটির মাত্রা ছিল ৫.২। এতে উদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে।

​ভূমিকম্পের কম্পন আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে।