কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেফতার ২।

- আপডেট সময় : ০৪:৫৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় সন্ত্রাসী হামলায় যুবদল কর্মী সোহেল তালুকদার (৪২) গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অটোবাইক চুরির বিষয়ে প্রশ্ন করায় স্থানীয় চুরি চক্রের হোতা হাসানের নেতৃত্বে তার ওপর এ হামলা চালানো হয়।
সোহেলের গলার বাঁ পাশে ও বাম হাতের কনুইয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নেয়া হলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়।
এ ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত হাসান ও তার সহযোগী জুয়েলকে তাৎক্ষণিক গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রটি মাদক চোরাচালানসহ নানা অপরাধে জড়িত এবং প্রভাবশালী গডফাদারদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে আসছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনি যদি চান, আমি এই প্রতিবেদনটি আরও সংক্ষিপ্ত বা বিস্তারিত করে দিতে পারি, অথবা ইংরেজিতে অনুবাদ করে দিতে পারি।