সুদানে এক বছরে লাখো মানুষ কলেরায় আক্রান্ত: জাতিসংঘের সতর্কতা

- আপডেট সময় : ০৬:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে
যুদ্ধবিধ্বস্ত সুদানে এক বছরের মধ্যে এক লাখেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। তুরস্কের আনাদোলু এজেন্সি জাতিসংঘের মানবিক দফতরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দফতর জানিয়েছে, ‘সুদান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা সংকটের মুখে রয়েছে এবং দেশজুড়ে কলেরা ব্যাপকভাবে ছড়াচ্ছে। দেশের কিছু অঞ্চলে দুর্ভিক্ষ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।’ সংস্থা এটিকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ‘সবচেয়ে বড় কলেরা প্রাদুর্ভাব’ হিসেবে উল্লেখ করেছে।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর অন্তত ২,৫৬১ জন কলেরায় মারা গেছেন।
একই সঙ্গে দেশটিতে সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতের প্রভাবও ভয়াবহ। ২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরু হওয়ার পর ২০,০০০-এর বেশি মানুষ নিহত এবং ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার।
সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী, সুদানের মানুষগুলো মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে।