নড়াইলে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
- আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর মুন্নী খানম (২০) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নড়াগাতী থানার দক্ষিণ নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুন্নী খানম দক্ষিণ নলামারা গ্রামের সৌদিপ্রবাসী শিমুল মিনার মেয়ে এবং খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয় ইসলামের স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসেন মুন্নী। সেদিন সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে সোমবার নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পাশে কচুরিপানায় ভর্তি পুকুর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে কচুরিপানার মধ্যে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















