ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ‘বাংলাদেশি শিল্পীদের কাজ চেটেপুটে খাই’, কেন বললেন কলকাতার অভিনেত্রী পশ্চিমাদের দাবি সম্পূর্ণ মিথ্যা: পুতিন দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টে গেলো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট হাদির ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে: ইনকিলাব মঞ্চ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরো ৭ দেশ, মাঠে বিশ্বকাপ দেখা অনিশ্চিত অস্ট্রেলিয়ার বন্ডাই বিচ বন্দুকধারী মূলত ভারতীয়, জানিয়েছে পুলিশ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা অস্ট্রেলিয়ায় দুই হামলাকারী বাবা ও ছেলে, বলছে পুলিশ

ফেনীতে ট্রাককে বাসের ধাক্কা, নিহত ২

Songbad somachar
  • আপডেট সময় : ০৫:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সদর উপজেলার হাফেজিয়া এলাকায় বালুবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাসের সুপারভাইজার ও চালকের সহকারী। রোববার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৬) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আবদুল আলী মোল্লার ছেলে মো. রফিক (৬০)। রবিউল ছিলেন সুপারভাইজার এবং রফিক চালকের সহকারী।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস এসে ধাক্কা দেয়। এতে বাসচালক, চালকের সহকারী ও সুপারভাইজার গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাঁদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে ট্রাককে বাসের ধাক্কা, নিহত ২

আপডেট সময় : ০৫:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফেনীর সদর উপজেলার হাফেজিয়া এলাকায় বালুবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাসের সুপারভাইজার ও চালকের সহকারী। রোববার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৬) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আবদুল আলী মোল্লার ছেলে মো. রফিক (৬০)। রবিউল ছিলেন সুপারভাইজার এবং রফিক চালকের সহকারী।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস এসে ধাক্কা দেয়। এতে বাসচালক, চালকের সহকারী ও সুপারভাইজার গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাঁদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।