সংবাদ শিরোনাম ::
শাহরুখ খানের সঙ্গে এআই সেলফি তোলার সুযোগ

ডেস্ক রিপোর্ট।
- আপডেট সময় : ০৫:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভক্তদের জন্য একটি দারুণ খবর এসেছে। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিপমাইন্ড তাদের জেমিনি এআই অ্যাপে একটি নতুন এআই মডেল যুক্ত করেছে, যার নাম ‘ন্যানো বানানা’। এই নতুন প্রযুক্তির মাধ্যমে ভক্তরা এখন সরাসরি দেখা না করেও শাহরুখ খানের সঙ্গে কৃত্রিমভাবে সেলফি তুলতে পারবেন।
ডিপমাইন্ড জানিয়েছে, সাধারণত এআই টুল ব্যবহার করে সেলফি তুললে ছবিতে হাসি, চুলের ছাঁট বা মুখের গঠনে অস্বাভাবিকতা দেখা যায়। তবে ‘ন্যানো বানানা’ মডেলটি ছবির সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলো অবিকৃত রেখে ছবি সম্পাদনা করতে পারে। এর ফলে কৃত্রিমভাবে তৈরি করা সেলফিগুলো দেখতে একদম আসল সেলফির মতোই মনে হবে।