সংবাদ শিরোনাম ::
সিএসএস-এ ২০০ পদে চাকরি: স্নাতক/স্নাতকোত্তর যোগ্যতায় আবেদন

নিজস্ব প্রতিবেদক।
- আপডেট সময় : ০৬:১৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
বেসরকারি সংস্থা সিএসএস তাদের লোন অফিসার পদে ২০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দেশের ৮টি ভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদের নাম ও যোগ্যতা
- পদের নাম: লোন অফিসার
- পদসংখ্যা: ২০০
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- কাজের ধরন: সদস্যদের জরিপের মাধ্যমে ঋণ বিতরণ, দল গঠন এবং সময়মতো ঋণের কিস্তি ও সঞ্চয় সংগ্রহ করা।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো এলাকায়।
বেতন ও বয়সসীমা
- বেতন: অস্থায়ী অবস্থায় মাসিক বেতন ২৩,০৮০ থেকে ২৫,০০০ টাকা এবং চাকরি স্থায়ী হলে তা বেড়ে ২৫,৩২০ থেকে ২৭,২৮০ টাকা হবে।
- বয়সসীমা: অনভিজ্ঞ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৯ বছর।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের তাদের জীবনবৃত্তান্ত, আবেদনপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের ফটোকপি সহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যেকোনো একটি কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।