ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ‘বাংলাদেশি শিল্পীদের কাজ চেটেপুটে খাই’, কেন বললেন কলকাতার অভিনেত্রী পশ্চিমাদের দাবি সম্পূর্ণ মিথ্যা: পুতিন দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টে গেলো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট হাদির ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে: ইনকিলাব মঞ্চ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরো ৭ দেশ, মাঠে বিশ্বকাপ দেখা অনিশ্চিত অস্ট্রেলিয়ার বন্ডাই বিচ বন্দুকধারী মূলত ভারতীয়, জানিয়েছে পুলিশ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা অস্ট্রেলিয়ায় দুই হামলাকারী বাবা ও ছেলে, বলছে পুলিশ

ঢামেক হাসপাতালে ছাদ ধসে রোগী আহত, বাড়লো উদ্বেগ

Songbad somachar
  • আপডেট সময় : ০৫:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগী আহত হয়েছেন। সালমা বেগম (৩৮) নামের ওই রোগী বর্তমানে একই ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

​গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। সালমা বেগম জানান, কানের সমস্যার কারণে গত ২ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু বেড না পাওয়ায় তিনি বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ ছাদ থেকে পলেস্তারা খসে তার ডান পায়ে পড়লে তিনি গুরুতর আঘাত পান।

​আহতের মেয়ে মনি জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে এসে দেখেন মায়ের হাঁটুর ওপর ছাদের পলেস্তারা পড়ে আছে। চিকিৎসকরা দ্রুত এসে তাকে দেখেছেন।

​পাশের বেডের এক রোগীর স্বজন ইয়াসিন আলী বলেন, হঠাৎ শব্দ শুনে ঘুম ভাঙলে তিনি দেখেন সালমা বেগমের ওপর ছাদ ভেঙে পড়েছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, হাসপাতালের এই ভবনটি ১৯৪৬ সালে নির্মিত এবং অনেক পুরোনো। এর আগেও ছাদ থেকে পলেস্তারা খসে রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

​তবে, কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর এই বিষয়ে কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ৩০৩ নম্বর ওয়ার্ডে পলেস্তারা খসে পড়েছে বা কোনো রোগী আহত হয়েছেন, এমন কোনো খবর তার কাছে নেই।

​এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

​এই ঘটনার পর ঢাকা মেডিকেলের পুরোনো ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢামেক হাসপাতালে ছাদ ধসে রোগী আহত, বাড়লো উদ্বেগ

আপডেট সময় : ০৫:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

​ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগী আহত হয়েছেন। সালমা বেগম (৩৮) নামের ওই রোগী বর্তমানে একই ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

​গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। সালমা বেগম জানান, কানের সমস্যার কারণে গত ২ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু বেড না পাওয়ায় তিনি বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ ছাদ থেকে পলেস্তারা খসে তার ডান পায়ে পড়লে তিনি গুরুতর আঘাত পান।

​আহতের মেয়ে মনি জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে এসে দেখেন মায়ের হাঁটুর ওপর ছাদের পলেস্তারা পড়ে আছে। চিকিৎসকরা দ্রুত এসে তাকে দেখেছেন।

​পাশের বেডের এক রোগীর স্বজন ইয়াসিন আলী বলেন, হঠাৎ শব্দ শুনে ঘুম ভাঙলে তিনি দেখেন সালমা বেগমের ওপর ছাদ ভেঙে পড়েছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, হাসপাতালের এই ভবনটি ১৯৪৬ সালে নির্মিত এবং অনেক পুরোনো। এর আগেও ছাদ থেকে পলেস্তারা খসে রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

​তবে, কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর এই বিষয়ে কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ৩০৩ নম্বর ওয়ার্ডে পলেস্তারা খসে পড়েছে বা কোনো রোগী আহত হয়েছেন, এমন কোনো খবর তার কাছে নেই।

​এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

​এই ঘটনার পর ঢাকা মেডিকেলের পুরোনো ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।