নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- আপডেট সময় : ০৯:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
নীলফামারীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জেলার সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত স্বীকৃতির কাজে জেলার ছয় উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেলে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অফিস সহায়ক সুমি আকতার কল্পনার নেতৃত্বে কয়েকজন বহিরাগত কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
এর প্রতিবাদে জেলার সব কর্মকর্তা–কর্মচারী অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান এবং জেলা অফিস চত্বরে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন শুরু করেন।
তাদের দাবি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে অবৈধভাবে স্থাপিত টিনশেড ঘর উচ্ছেদ করতে হবে। একইসঙ্গে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক সুমি আকতার কল্পনাকে অপসারণ করে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এ ঘটনায় নীলফামারীর শিক্ষা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন মহল থেকে ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।