কাতারকে আগে জানানো হয়েছিল—ট্রাম্প প্রশাসনের দাবি, কাতারের প্রত্যাখ্যান
- আপডেট সময় : ১১:১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলছে, দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার আগে তারা কাতারের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছিল। তবে উপসাগরীয় দেশটি এ দাবি পুরোপুরি অস্বীকার করেছে।
মঙ্গলবার হোয়াইট হাউস এ বিবৃতি দেয়, দোহার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পর। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে আলোচনায় কাতার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, মার্কিন সামরিক বাহিনী ট্রাম্প প্রশাসনকে আগেই অবহিত করেছিল যে ইসরায়েল হামাসকে লক্ষ্য করে হামলা চালাতে যাচ্ছে, যার অংশ দোহাতেও পড়ে। তিনি বলেন,
‘কাতারের ভেতরে একতরফা বোমা হামলা ইসরায়েল কিংবা আমেরিকার লক্ষ্য অর্জনে সহায়ক নয়। তবে হামাসকে নির্মূল করা জরুরি, কারণ তারা গাজাবাসীর দুর্দশাকে ব্যবহার করে লাভবান হচ্ছে।’
তিনি আরও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতার সরকারকে আসন্ন হামলার বিষয়ে অবহিত করতে নির্দেশ দিয়েছিলেন।
অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সরকারকে আগে থেকে জানানো হয়েছিল—এ দাবি ‘পুরোপুরি মিথ্যা’।