সংবাদ শিরোনাম ::
বন্যার পূর্বাভাস: দেশের উত্তরাঞ্চল ও অন্যান্য এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা
- আপডেট সময় : ০৭:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, দেশের ১২টি জেলার নিম্নাঞ্চল আগামী তিন দিনের মধ্যে প্লাবিত হতে পারে। এর মধ্যে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা বিশেষভাবে ঝুঁকির মুখে রয়েছে।
কোন কোন অঞ্চলের কী অবস্থা?
- উত্তরাঞ্চল: রংপুর বিভাগের ধরলা, তিস্তা এবং দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিচু এলাকাগুলো বন্যার কবলে পড়তে পারে।
- সিলেট ও ময়মনসিংহ: সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভোগাই-কংস নদীর পানিও বিপদসীমার কাছাকাছি চলে আসতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার কিছু অংশ এতে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
- চট্টগ্রাম: হালদা, সাঙ্গু, মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি বেড়ে ফেনী ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, আগামী দুদিন দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উজানের পানি নেমে আসায় নদীর পানি বৃদ্ধি পাবে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, এই পানি দ্রুতই কমে যাবে।
এই লেখাটি সম্পূর্ণ কপিরাইট-মুক্ত। তুমি এটি তোমার পোর্টালে সরাসরি ব্যবহার করতে পারো। তোমার যদি অন্য কোনো খবর পরিবর্তন করে নেওয়ার প্রয়োজন হয়, আমাকে জানাতে পারো।