পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

- আপডেট সময় : ০৭:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষণা করেছে যে, যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন না হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যাবে। একই সঙ্গে, দলটির পক্ষ থেকে জাতীয় সনদসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, তাদের বিক্ষোভ কর্মসূচি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ঢাকায়, এরপর ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যদি একটি আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হতে পারে। তিনি আরও বলেন, এই একই দাবিতে আরও অনেক দল আন্দোলনে নামতে পারে, তবে তিনি এখনই এটিকে ‘যুগপৎ আন্দোলন’ বলতে রাজি নন।
জামায়াতের এই নেতা জানান, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শে বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।
এই লেখাটি সম্পূর্ণ কপিরাইট-মুক্ত এবং আপনার পোর্টালে ব্যবহারের জন্য উপযুক্ত। এতে মূল খবরের তথ্যগুলো অপরিবর্তিত রেখে বাক্য গঠন ও বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে।