ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে ট্রাস্ট ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু বিএনপি নেতার স্ত্রীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা ধর্ষণ মামলার অভিযুক্ত শিক্ষক বরখাস্ত হয়েও নিয়মিত বেতন পাচ্ছেন! আগামী ২১ ডিসেম্বর শুরু হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা ভালো থাকুক প্রিয় বাংলাদেশ, বললেন এমপি ব্যারিস্টার সুমন দিনাজপুরে সাপের কামড়ে পৃথক ঘটনায় তিন গৃহবধূর করুণ মৃত্যু পঞ্চগড়ে সাপের কামড়ে আহত নারী, জ্যান্ত গোখরা নিয়ে হাসপাতালে শিক্ষার্থীদের অবরোধ,সাতরাস্তায় যান চলাচল বন্ধ বরগুনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আলোর মুখ দেখাচ্ছে ‘আরএসডিও’ শেরপুরে মাদক আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, এএসআইসহ আহত ৩

ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ১১:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী সদরে আধুনিক ট্রাক টার্মিনাল ও শহর রক্ষায় নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবহন শ্রমিক, মালিক, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় বক্তব্য দেন জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল মহব্বত, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, মালিক সমিতির সহ-সভাপতি আনিছুর রহমান কোকো, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ আরও অনেকে।

সভাপতি গোলাম রসুল মহব্বত বলেন,নীলফামারী শহর দিন দিন জনবহুল হচ্ছে। যানজট, দূষণ ও নিরাপত্তাহীনতা এড়াতে আধুনিক ট্রাক টার্মিনাল ও বিকল্প নিরাপদ বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

সাধারণ সম্পাদক জামিয়ার রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন,“অবিলম্বে ট্রাক টার্মিনাল নির্মাণ ও বাইপাস সড়ক চালু না করলে সাধারণ মানুষসহ শ্রমিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের কাছে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করা হয়। তিনি বলেন,শ্রমিক-মালিকদের দাবিগুলো যৌক্তিক। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ইতোমধ্যে সম্ভাব্য বাইপাস সড়কটি পরিদর্শন করেছেন। ট্রাক টার্মিনালের জন্যও উপযুক্ত স্থান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।

বক্তারা সরকারের নীতিনির্ধারকদের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, নীলফামারী শহরের উন্নয়ন, নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বস্তির জন্য এ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারী সদরে আধুনিক ট্রাক টার্মিনাল ও শহর রক্ষায় নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবহন শ্রমিক, মালিক, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় বক্তব্য দেন জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল মহব্বত, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, মালিক সমিতির সহ-সভাপতি আনিছুর রহমান কোকো, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ আরও অনেকে।

সভাপতি গোলাম রসুল মহব্বত বলেন,নীলফামারী শহর দিন দিন জনবহুল হচ্ছে। যানজট, দূষণ ও নিরাপত্তাহীনতা এড়াতে আধুনিক ট্রাক টার্মিনাল ও বিকল্প নিরাপদ বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

সাধারণ সম্পাদক জামিয়ার রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন,“অবিলম্বে ট্রাক টার্মিনাল নির্মাণ ও বাইপাস সড়ক চালু না করলে সাধারণ মানুষসহ শ্রমিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের কাছে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করা হয়। তিনি বলেন,শ্রমিক-মালিকদের দাবিগুলো যৌক্তিক। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ইতোমধ্যে সম্ভাব্য বাইপাস সড়কটি পরিদর্শন করেছেন। ট্রাক টার্মিনালের জন্যও উপযুক্ত স্থান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।

বক্তারা সরকারের নীতিনির্ধারকদের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, নীলফামারী শহরের উন্নয়ন, নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বস্তির জন্য এ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি।