ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে ট্রাস্ট ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু বিএনপি নেতার স্ত্রীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা ধর্ষণ মামলার অভিযুক্ত শিক্ষক বরখাস্ত হয়েও নিয়মিত বেতন পাচ্ছেন! আগামী ২১ ডিসেম্বর শুরু হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা ভালো থাকুক প্রিয় বাংলাদেশ, বললেন এমপি ব্যারিস্টার সুমন দিনাজপুরে সাপের কামড়ে পৃথক ঘটনায় তিন গৃহবধূর করুণ মৃত্যু পঞ্চগড়ে সাপের কামড়ে আহত নারী, জ্যান্ত গোখরা নিয়ে হাসপাতালে শিক্ষার্থীদের অবরোধ,সাতরাস্তায় যান চলাচল বন্ধ বরগুনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আলোর মুখ দেখাচ্ছে ‘আরএসডিও’ শেরপুরে মাদক আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, এএসআইসহ আহত ৩

বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে: ওসমান হাদি

মোঃ খালেদ মাসুদ, নিজস্ব প্রতিবেদক ।
  • আপডেট সময় : ০৬:৩৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতারা ফ্যাসিস্ট আমলে বিদেশে ছিলেন- তারা,ফার রাইটের(অতি-ডানপন্থি রাজনীতি) ভয় দেখিয়ে ধর্মপ্রাণ মানুষদের কোনঠাসা করার চেষ্টা করছেন বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) যুগান্তরের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

ওসমান হাদি বলেন, আমরা ইদানীং খেয়াল করছি- বিএনপির ওয়েস্টে থাকা একটা পার্ট, যারা আগে কখনও মজলুম হয়নি, তারা এখন‘ফার রাইট'(অতি-ডানপন্থি রাজনীতি) নামে নতুন একটি টার্ম নিয়ে আসার চেষ্টা করছেন। বিএনপির একধরনের বুদ্ধিজীবী ও নেতাদের সন্তান-যারা আগের আমলের পুরো সময় বিদেশে ছিলেন, এমনকি তাদের ফেসবুকের প্রোফাইলটা পর্যন্ত লক ছিল, তারা এখন এসব নিয়ে মাতামাতি করছেন।

বিএনপি নিয়ে ভাবনার কারণ উল্লেখ করে হাদি বলেন, এসব কথা বললে আমাদের বলা হয়, বিএনপি নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। বিএনপি নিয়ে যদি আমরা না ভাবি তাহলে ভাববে কি ইন্ডিয়া? বিএনপি নিয়ে আমি কেন ভাববো? কারণ আমার পরিবারের এমন নারী সদস্য যারা কখনও বোরকা পরেও পরপুরুষের সামনে যায়নি, ২০০১ সালে তাদের আমরা ভোট দিতে নিয়ে গেছিলাম। কারণ দেশ বাঁচাতে হবে। বেগম জিয়া বলেছিলেন- বিএনপি আসতে না পারলে দেশ বিক্রি করে দেওয়া হবে। আমার নানী যিনি কখনও বাড়ির বাইরে যাননি, তাকে আমি রিকশা করে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম এ দায় থেকে যে- বাংলাদেশকে বাঁচাতে হবে। সুতরাং এখন বিএনপিকে নিয়ে আমরা কথা বলবো না তো কে বলবে? 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, যারা এখন নব্য বিএনপি, এতদিন অষ্ট্রেলিয়া-কানাডায় থেকে এখন ‘ফার রাইট’ বলে বলে একটা এলিট অর্গাজম সৃষ্টির চেষ্টা করছেন, এটা আসলে টিকবে না। যদি ওটাই টিকে যায় তাহলে এখানে শহীদ জিয়াপন্থি আরেকটি রাজনৈতিক ধারা তৈরি হবে। বিএনপি যদি সিদ্ধান্ত নেয় তারা আওয়ামী লীগের রাজনীতি করবে, তাহলে এ দেশের লাখ লাখ তরুণ শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি করবে

বিএনপি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে হাদি আরও বলেন, তারেক রহমান ছাড়া বিএনপির সবাই ধরে নিয়েছেন যে- বিএনপি এখন ক্ষমতায় আছে, শুধু গণভবনটা দখল বাকি। সম্ভবত তারেক রহমান উপলব্ধি করছেন যে, ক্ষমতায় আসা এত সহজ না। এই মনস্তত্বের কারণে মানুষের মধ্যে ভয় কাজ করছে যে, আমরা কি আগের জায়গায় ফিরে যাচ্ছি? তাই বিএনপিকেই এটা প্রমাণ করতে হবে যে, তারা এমন কিছু করবে না। বিএনপির হাজার সমালোচনা করলেও আমি বলতে চাই, বিএনপি যদি ডুবে তাহলে তারা একা ডুববে না গোটা বাংলাদেশকে নিয়েই ডুববে। বিএনপির পরাজয় কখনো তার একার পরাজয় ছিল না, এটি সমগ্র জাতির পরাজয় ছিল। যেটা ১/১১ ও প্রমাণিত হয়েছে।   

বিএনপি যদি মনে করে দিল্লির সঙ্গে গিয়ে দাসত্বের পরীক্ষায় উত্তীর্ণ হবে যে, আওয়ামী লীগের চেয়ে আমি তোমার ভালো বন্ধু হব ,এটা কোনো দিন সম্ভব হবে না। কারণ যতদিন এ দলের সঙ্গে শহীদ জিয়ার রক্ত ও খালেদা জিয়ার নাম আছে, ততদিন দিল্লি তাদেরকে আওয়ামী লীগের চেয়ে বড় দাস মনে করতে পারবে না।  এ জন্য ভালো বিএনপি জনতার সঙ্গে থাকুক, জনতাই তাদের ক্ষমতার চেয়ারে বসাবে। এটা না করে বিএনপি যদি দিল্লির সঙ্গে আপোস করে ৫ বছরের জন্য ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, তাহলে এ দেশের লাখ লাখ তরুণ আবার শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে: ওসমান হাদি

আপডেট সময় : ০৬:৩৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতারা ফ্যাসিস্ট আমলে বিদেশে ছিলেন- তারা,ফার রাইটের(অতি-ডানপন্থি রাজনীতি) ভয় দেখিয়ে ধর্মপ্রাণ মানুষদের কোনঠাসা করার চেষ্টা করছেন বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) যুগান্তরের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

ওসমান হাদি বলেন, আমরা ইদানীং খেয়াল করছি- বিএনপির ওয়েস্টে থাকা একটা পার্ট, যারা আগে কখনও মজলুম হয়নি, তারা এখন‘ফার রাইট'(অতি-ডানপন্থি রাজনীতি) নামে নতুন একটি টার্ম নিয়ে আসার চেষ্টা করছেন। বিএনপির একধরনের বুদ্ধিজীবী ও নেতাদের সন্তান-যারা আগের আমলের পুরো সময় বিদেশে ছিলেন, এমনকি তাদের ফেসবুকের প্রোফাইলটা পর্যন্ত লক ছিল, তারা এখন এসব নিয়ে মাতামাতি করছেন।

বিএনপি নিয়ে ভাবনার কারণ উল্লেখ করে হাদি বলেন, এসব কথা বললে আমাদের বলা হয়, বিএনপি নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। বিএনপি নিয়ে যদি আমরা না ভাবি তাহলে ভাববে কি ইন্ডিয়া? বিএনপি নিয়ে আমি কেন ভাববো? কারণ আমার পরিবারের এমন নারী সদস্য যারা কখনও বোরকা পরেও পরপুরুষের সামনে যায়নি, ২০০১ সালে তাদের আমরা ভোট দিতে নিয়ে গেছিলাম। কারণ দেশ বাঁচাতে হবে। বেগম জিয়া বলেছিলেন- বিএনপি আসতে না পারলে দেশ বিক্রি করে দেওয়া হবে। আমার নানী যিনি কখনও বাড়ির বাইরে যাননি, তাকে আমি রিকশা করে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম এ দায় থেকে যে- বাংলাদেশকে বাঁচাতে হবে। সুতরাং এখন বিএনপিকে নিয়ে আমরা কথা বলবো না তো কে বলবে? 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, যারা এখন নব্য বিএনপি, এতদিন অষ্ট্রেলিয়া-কানাডায় থেকে এখন ‘ফার রাইট’ বলে বলে একটা এলিট অর্গাজম সৃষ্টির চেষ্টা করছেন, এটা আসলে টিকবে না। যদি ওটাই টিকে যায় তাহলে এখানে শহীদ জিয়াপন্থি আরেকটি রাজনৈতিক ধারা তৈরি হবে। বিএনপি যদি সিদ্ধান্ত নেয় তারা আওয়ামী লীগের রাজনীতি করবে, তাহলে এ দেশের লাখ লাখ তরুণ শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি করবে

বিএনপি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে হাদি আরও বলেন, তারেক রহমান ছাড়া বিএনপির সবাই ধরে নিয়েছেন যে- বিএনপি এখন ক্ষমতায় আছে, শুধু গণভবনটা দখল বাকি। সম্ভবত তারেক রহমান উপলব্ধি করছেন যে, ক্ষমতায় আসা এত সহজ না। এই মনস্তত্বের কারণে মানুষের মধ্যে ভয় কাজ করছে যে, আমরা কি আগের জায়গায় ফিরে যাচ্ছি? তাই বিএনপিকেই এটা প্রমাণ করতে হবে যে, তারা এমন কিছু করবে না। বিএনপির হাজার সমালোচনা করলেও আমি বলতে চাই, বিএনপি যদি ডুবে তাহলে তারা একা ডুববে না গোটা বাংলাদেশকে নিয়েই ডুববে। বিএনপির পরাজয় কখনো তার একার পরাজয় ছিল না, এটি সমগ্র জাতির পরাজয় ছিল। যেটা ১/১১ ও প্রমাণিত হয়েছে।   

বিএনপি যদি মনে করে দিল্লির সঙ্গে গিয়ে দাসত্বের পরীক্ষায় উত্তীর্ণ হবে যে, আওয়ামী লীগের চেয়ে আমি তোমার ভালো বন্ধু হব ,এটা কোনো দিন সম্ভব হবে না। কারণ যতদিন এ দলের সঙ্গে শহীদ জিয়ার রক্ত ও খালেদা জিয়ার নাম আছে, ততদিন দিল্লি তাদেরকে আওয়ামী লীগের চেয়ে বড় দাস মনে করতে পারবে না।  এ জন্য ভালো বিএনপি জনতার সঙ্গে থাকুক, জনতাই তাদের ক্ষমতার চেয়ারে বসাবে। এটা না করে বিএনপি যদি দিল্লির সঙ্গে আপোস করে ৫ বছরের জন্য ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, তাহলে এ দেশের লাখ লাখ তরুণ আবার শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি করবে।