গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

- আপডেট সময় : ১০:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আমীর মাওলানা জাকির হোসেন, সাবেক উপজেলা আমীর মাওলানা ইয়াহিয়া খান, সাবেক উপজেলা আমীর মাওলানা হাবীবুর রহমান ফোরকানসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহম্মদ শাহ আলম বলেন, গলাচিপা–দশমিনার চর কাজল ও চর বিশ্বাসের ভোটকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করে থাকেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এখানকার জনগণ চাঁদাবাজির বিরুদ্ধে নীরব বিপ্লব ঘটাবে। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদাই সাধারণ মানুষের কণ্ঠকে তুলে ধরে। জামায়াত ক্ষমতায় এলে ব্যবসায়ীদের আর কাউকে চাঁদা দিতে হবে না। বরং কেউ চাঁদার জন্য চাপ সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে জামায়াত তাদের প্রতিহত করবে।
সম্মেলনে বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।