থানার হাজতে ভিআইপি সুবিধা: সিগারেট হাতে মোবাইলে বিএনপি নেতা

- আপডেট সময় : ০৮:৩১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
শরীয়তপুরের গোসাইরহাট থানা হাজতে বিএনপির সাবেক নেতা ও সাজাপ্রাপ্ত আসামি লিটন হাওলাদারকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, তিনি হাজতে খাট-তোষক ব্যবহার করছেন এবং সিগারেট হাতে মোবাইলে কথা বলছেন। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি লিটন হাওলাদারকে গত ১৬ সেপ্টেম্বর রাতে গোসাইরহাট থানা পুলিশ আটক করে। পরদিন আদালতে পাঠানোর আগে তাকে হাজতে অন্যান্য আসামিদের থেকে আলাদাভাবে বিশেষ সুবিধা দিয়ে রাখা হয়। অভিযোগ রয়েছে, অনৈতিক সুবিধার বিনিময়ে তার জন্য ব্যারাক থেকে খাট ও বালিশ আনা হয় এবং মোবাইল ফোন ব্যবহারের সুযোগও করে দেওয়া হয়।
এ বিষয়ে ওসি মাকসুদ আলম বলেন,
“লিটন হাওলাদার অসুস্থ দাবি করায় তাকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সংলগ্ন কক্ষে রাখা হয়েছিল। মোবাইল ব্যবহার বা ভিআইপি বিছানার ব্যবস্থা কে করেছে, তা আমি জানি না।”
গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন বলেন,
“অসুস্থ আসামিকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার নিয়ম রয়েছে, থানার ভেতরে এ ধরনের সুবিধা দেওয়ার সুযোগ নেই। হাজতে মোবাইল ব্যবহারের অভিযোগ তদন্ত করা হবে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”