সংবাদ শিরোনাম ::
জোনাইল বাজারে রাস্তার কর্দমাক্ত অবস্থা, জনদুর্ভোগ চরমে
- আপডেট সময় : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের জোনাইল বাজারে খনা খণ্ড রাস্তায় ব্যাপক কাঁদা জমে চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান,সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে স্কুলগামী শিশু,বৃদ্ধ এবং পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।
এ বিষয়ে মাদারগঞ্জ পৌরসভার প্রকৌশলী তারেক জানান,বাজার কর্তৃপক্ষ যদি আমাদের কাছে লিখিত আবেদন করে, তাহলে আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখবো। প্রয়োজনে প্রশাসকের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাজারের স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।