গাজীপুর শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ
- আপডেট সময় : ০৬:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা মোড় ও এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সামাজিক সংগঠন। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ের পশ্চিম পাশে সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকরাও এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, প্রতিদিন হাজারো পথচারী—বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা—জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশকর্মী সফি কামাল, সাংবাদিক মোজাহিদ, এডভোকেট কামরুল হাসান, শ্রীপুর উপজেলা সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মাজহার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান ইমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক কাইফাত মোড়ল।
বক্তারা বলেন, অবদা মোড় ও এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় শিক্ষার্থী, নারী ও বয়স্করা চরম দুর্ভোগে পড়ছেন। প্রায়ই এসব এলাকায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। তারা দাবি জানান, আধুনিক মানসম্পন্ন ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ কমানো এবং দুর্ঘটনা হ্রাস সম্ভব।
মাওনা চৌরাস্তা শ্যারস এডুকেশন সেন্টারের শিক্ষার্থীরাও জানান, ফুটওভার ব্রিজ না থাকায় অনেক সহপাঠী দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।
মোঃ আবু সালেহ
শ্রীপুর, গাজীপুর।