বরগুনার জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে তালতলীতে আনন্দ মিছিল
- আপডেট সময় : ১১:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে তালতলী উপজেলা বিএনপি।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে
উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা মার্কেটের সামনে গিয়ে শেষ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মামুন ও উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নবগঠিত বরগুনা জেলা আহ্বায়ক কমিটির নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এ কমিটির নেতৃত্ব গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। তাঁরা আরও বলেন, বিএনপিতে অন্য দল থেকে আসা কাউকে স্থান দেওয়া হবে না। এই দলে চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না।
উল্লেখ্য, রবিবার ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরগুনা জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব এবং ফজলুল হক মাস্টারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।