শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৭:৪৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবকের হাতে (ইংরেজি) শিক্ষক আব্দুল কুদ্দুসকে মারধরের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
সোমবার(২২ সেপ্টেম্বর)দুপুর ১ টার দিকে উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বিদ্যালয়ের সামনে অভিযুক্তদের বিরুদ্ধে শিক্ষার্থীদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সড়কে যানজট সৃষ্টি হলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে মারধরের ঘটনায় সুষ্ঠু বিচারে আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
ঘটনায় অভিযুক্তরা হলেন, শিক্ষার্থীদের অভিভাবক বায়রা ইউনিয়নের গারাদিয়া গ্রামের বাছেদের পুত্র সোহেল (৪০), জামালপুর গ্রামের নুবাখাঁনের ছেলে সেলিম (৪৫) ও গারাদিয়া গ্রামের আসমান দেওয়ানের ছেলে রবিন(৪০)।
বিক্ষোভে ৯ম শ্রেণীর শিক্ষার্থী আতকিয়া লাবিবা,তায়েবা আক্তার, ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাহুল অন্যায়ভাবে শিক্ষককে মারধর করায় অভিযুক্তদের বিচারের দাবি ও তীব্র নিন্দা জানান।
ভুক্তভোগী শিক্ষক আব্দুল কুদ্দুস জানান, শিক্ষার্থীদের অভিভাবক আমাকে অন্যায়ভাবে মারধর করেছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব ও বিদ্যালয়ের সভাপতি দেওয়ান রফিকুল ইসলাম শিক্ষককে মারধরের ঘটনা স্বীকার করে এর সুষ্ঠু সমাধান চান, সেই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো.জহিরুল ইসলাম শিক্ষকের ওপর হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের না পাওয়া বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।
ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ বলেন,শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষ থেকে আমি কোন অভিযোগ পাইনি। তবে শিক্ষকের মারধরের ঘটনায় শিক্ষার্থীরা দুপুরে আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করলে যানজটের সৃষ্টি হয়। বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দ্রুত এর সমাধানের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, জনৈক ৯ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদ্বয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পরিপ্রেক্ষিতে প্রাইভেট (ইংরেজী)শিক্ষক আব্দুল কুদ্দুস অবগত হয়ে গতকাল রবিবার সকালে তাদের শাসন করায় শিক্ষার্থীরা অভিভাবকদের শিক্ষক কৃর্তক অসাধাচরণ করার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষককে মারধর করেন।