চাহিদা মত আসন না পেয়ে বিএনপির উপর চাপ দেওয়ার কৌশল খুঁজছেন জামাত
- আপডেট সময় : ০৯:১৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামি ৩০টি আসন চাইলেও বিএনপি তা মেনে নেয়নি।
এ কারণে জামায়াত এখন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচন চেয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে।
এক সাক্ষাৎকারে ফখরুল বলেন, নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই হবে এবং তা হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ।
তিনি জানান, জামায়াত ভোটে অংশ নেবে, তবে প্রচলিত পদ্ধতিতে। এনসিপিকে তিনি তেমন কোনো রাজনৈতিক শক্তি হিসেবে মনে করেন না।
ড. মুহাম্মদ ইউনূস এখন নির্বাচন নিয়ে খুবই আন্তরিক এবং তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচন না হলে মার্চ থেকে সরে যাবেন।
ভারতের প্রভাব নিয়ে ফখরুল বলেন, ভারত কেবল আওয়ামী লীগকে গুরুত্ব দিয়ে ভুল করেছে। বিএনপি ভারতকে আহ্বান জানায় সবার সঙ্গে যোগাযোগ রাখার।
তিনি আরও বলেন, জামায়াত শুধু নির্বাচনী শরিক, আদর্শ গতভাবে বিএনপির সঙ্গে তাদের মিল নেই, এবং এবার তাদের আর মাথায় উঠতে দেওয়া হবে না।