বিসিবি নির্বাচন: আমিনুল–তামিম প্রতিদ্বন্দ্বিতা, পেছনে সরকার–বিএনপি সমীকরণ
- আপডেট সময় : ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনকে ঘিরে ক্রিকেটাঙ্গনে চলছে তীব্র বিতর্ক। জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম ও তামিম ইকবাল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাচ্ছেন। খেলোয়াড়ি জীবনে তাঁদের অবদান অনস্বীকার্য হলেও এবারের লড়াই শুধু ক্রিকেট প্রশাসনের নয়, বরং রাজনৈতিক সমীকরণেরও প্রতিফলন।
আমিনুলের অবস্থান
জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবির সভাপতির দায়িত্বে থাকা আমিনুল ইসলাম প্রথমে নির্বাচনে না থাকার কথা বললেও বর্তমানে তিনি পরিচালক ও সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায়। তাঁর অবস্থানের পেছনে সরকারের সমর্থন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রত্যক্ষ প্রভাব রয়েছে বলে জানা গেছে।
তামিমের অঙ্গীকার
এ বছরের জানুয়ারিতে অবসরের পর থেকেই তামিম ইকবালের বিসিবি নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন ছিল। এবার তা সত্যি করে তিনি ওল্ড ডিএইচএসের কাউন্সিলর হিসেবে প্রার্থী হচ্ছেন। তামিমকে বিএনপির প্রার্থী হিসেবে পরিচিত করানো হলেও তিনি সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে দলের শীর্ষ নেতৃত্বের সমর্থন তাঁর পেছনে কাজ করছে বলে সূত্র জানিয়েছে।
রাজনৈতিক ছায়া
আমিনুলকে ঘিরে সরকারি প্রভাব আর তামিমের চারপাশে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি এবারের নির্বাচনকে সরাসরি রাজনৈতিক লড়াইয়ে পরিণত করেছে। এমনকি বিএনপি–সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকরা তামিমের প্রচারণায় সক্রিয়ভাবে মাঠে নেমেছেন।
নির্বাচন নিয়ে বিতর্ক
বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকেরা। এ নিয়ে আদালতেও মামলা গড়িয়েছে। প্রথমবারের মতো সভাপতি পদে সরাসরি আমিনুল ও তামিমের মুখোমুখি লড়াই হতে যাচ্ছে, যা দেশের ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করতে পারত। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে নির্বাচনী প্রক্রিয়াটি এখন বিতর্কিত হয়ে উঠছে।