অ্যাপেক্স ফুটওয়্যারের মুনাফা কমলেও লভ্যাংশে রেকর্ড ঘোষণা
- আপডেট সময় : ০৯:২০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের মুনাফা কমেছে গেল অর্থবছরে। ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটি মুনাফা করেছে ১৩ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৪ কোটি ৯ লাখ টাকা বা প্রায় ২৩ শতাংশ কম। ২০২৩–২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ১৭ কোটি ৬৪ লাখ টাকা।
গত বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত আর্থিক প্রতিবেদনে মুনাফা কমে যাওয়ার এ তথ্য জানানো হয়।
লভ্যাংশে সর্বোচ্চ ঘোষণা
মুনাফা কমলেও শেয়ারধারীদের জন্য লভ্যাংশ বাড়িয়েছে কোম্পানিটি। গত অর্থবছরের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে—যার মধ্যে ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস। ২০১৮–১৯ অর্থবছরের পর এবারই শেয়ারধারীদের সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করল অ্যাপেক্স। আগের তিন অর্থবছরে ৪৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।
প্রতি ১০০ শেয়ারের বিপরীতে শেয়ারধারীরা নগদের পাশাপাশি ২৫টি বোনাস শেয়ার পাবেন। সর্বশেষ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানির প্রতিটি শেয়ারের দর ছিল ২২৯ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে ২৫ বোনাস শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৫ হাজার ৭৩৭ টাকা।
কেন কমল মুনাফা
কোম্পানি–সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কয়েকটি কারণে মুনাফা কমেছে। এর মধ্যে অন্যতম হলো—
- গত বছরের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনের সময় প্রায় এক মাস বিক্রয়কেন্দ্র বন্ধ থাকা,
- উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া,
- ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়া।
এসব কারণে বিক্রি ও লাভ দুটোই কমে যায়।
মূলধন বাড়ানোর কৌশল
অ্যাপেক্স ফুটওয়্যার ১৯৯৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর পরিশোধিত মূলধন ১৫ কোটি ৭২ লাখ টাকা। মূলধন বাড়াতে প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে বোনাস শেয়ার ঘোষণা করে আসছে। এবারের ২৫ শতাংশ বোনাসও তারই ধারাবাহিকতা।
সম্পদমূল্য বেড়েছে
যদিও মুনাফা কমেছে, তবে শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে। গত জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪৩১ টাকা ২৪ পয়সা। অর্থাৎ এক বছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে প্রায় সাড়ে ৫ টাকা।