সমাচার ডেস্ক
দেশের জলসীমায় প্রবেশ করেছে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। আজ সোমবার (১৩ মে) রাতেই ২৩ নাবিক নিয়ে কক্সবাজারে কুতুবদিয়ায় ভিড়বে জাহাজটি। সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশীদ।
তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতেই আমরা কুতুবদিয়ায় ভিড়তে পারবো।
গত শুক্রবার এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের জলসীমায় প্রবেশ করে।
জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেড কর্তৃপক্ষ জানায়, রোববার বিকাল ৩টা ৫০ মিনিটে জাহাজটি কুতুবদিয়া থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল দূরে ছিলো। কুতুবদিয়ায় আসার পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন ব্যাচ জাহাজটিতে পাঠানো হবে। সোমবার মধ্যরাতে অথবা মঙ্গলবার সকালে জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাতে পারে।
গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা বন্দর থেকে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বাংলাদেশের পথে ফিরতি যাত্রায় উল্লাস প্রকাশ করেন ২৩ নাবিক। সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেন তাদের উচ্ছ্বাসের কথা।
মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। প্রায় এক মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি।