৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের!
- আপডেট সময় : ০৫:৪৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিকভাবে ৭৩টি প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দিলেও, তাদের অনেকেরই বাস্তবে কোনো অস্তিত্ব নেই বলে এক অনুসন্ধানে জানা গেছে।
’সময় সংবাদে’র অনুসন্ধানে উঠে এসেছে যে, অনুমোদিত সংস্থাগুলোর মধ্যে বেশ কয়েকটির দেওয়া ঠিকানায় গিয়ে তাদের হদিস মেলেনি। এমনকি, কিছু প্রতিষ্ঠানকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, অনভিজ্ঞ এবং নামসর্বস্ব প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েই গুরুতর প্রশ্ন উঠতে পারে।
পর্যবেক্ষক প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে সন্দেহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি আগ্রহ অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার স্বার্থে গত সপ্তাহে প্রাথমিকভাবে ৭৩টি সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি দেয় নির্বাচন কমিশন। তবে এই তালিকা প্রকাশের পর থেকেই কিছু প্রতিষ্ঠান নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে।
নির্বাচন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী, ৫১ নম্বরে থাকা কমিউনিটি আসিস্টেন্স ফর রুরাল ডেভেলপমেন্ট (CARD) নামের একটি প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর রায়েরবাজার জাফরাবাদ এলাকার ৪০/১ নম্বরের একটি ভবনে। ওই ভবনের বাসিন্দারা জানিয়েছেন, কখনোই এই ধরনের কোনো প্রতিষ্ঠান বা এনজিও সেখানে ছিল না।