হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল
- আপডেট সময় : ০৬:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
আগামী ১৪ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য, আসামিরা পলাতক
গত জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে ১৪ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। এই মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
জুলাই হত্যাযজ্ঞ ও আবু সাঈদ হত্যা মামলার আপডেট
এদিকে, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা জুলাই হত্যাযজ্ঞ মামলার তদন্ত কর্মকর্তার জেরা শুরু হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তদন্ত কর্মকর্তা আলমগীরকে জেরা করছেন।
এই মামলায় এখন পর্যন্ত মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে, যার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার দিন ধার্য করবে।
এছাড়াও, ট্রাইব্যুনাল-২ এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।