ক্রীড়া প্রেমী তানভীরের বিদেশ সফরে সেঞ্চুরি
- আপডেট সময় : ১১:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
ওল্ড ডিওএইচএস ক্লাবের সঙ্গে আছেন সেই ২০০৪ সাল থেকে। বিপিএলে ঢাকা ডায়নামাইটসেরও সঙ্গেও ছিলেন বেশ ক’বছর। তবে ক্রীড়া সংগঠক পরিচয়কে ছাড়িয়ে বিশ্ব পরিব্রাজক পরিচয়টা বড় হয়ে উঠেছে খেলাপাগল তানভির আহমেদের। বিদেশ সফর শুরু করেছেন সেই ১৯৯৭ সালে। ভারত সফর দিয়ে শুরু, এ বছর মঙ্গোলিয়া সফরের মধ্য দিয়ে পূর্ণ করেছেন তানভির ১০০টি দেশ ভ্রমন। বিশ্ব পরিব্রাজক ইবনে বতুতার নাম নিশ্চয়ই শুনেছেন। বাংলাদেশের তানভির আহমেদকে এই পরিচয়েই কাছের মানুষজন বেশি চেনেন।
খেলার টানে নিজের গাঁটের টাকায় সারা বিশ্ব ঘুরেছেন। ১৯৯৮ সালে ভারতের হায়দারাবাদে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের স্বাক্ষী তানভির দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিকাংশ জয়ের স্বাক্ষী। এখন দেশে-বিদেশে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ দেখতে আসা দর্শকদের কারো কারো মাথায়, কোলে বাঘ দেখা যায়। এমন ছবিটাও কিন্তু সবার আগে বিশ্ব দেখেছে তানভীরের মাথায়।
২০০৩ সাল থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দলের সব কটি বিশ্বকাপ কভার করেছেন। বিদেশে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচও দেখেছেন গ্যালারিতে বসে। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্য সব আসর দেখেছেন। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ ফুটবলের প্রতিটি আসরে দর্শকের কাতারে নিয়মিত তানভির।

২০০৮ বেইজিং অলিম্পিক থেকে শুরু করে বেশ ক’টি অলিম্পিক গেমস দর্শন করেছেন তানভির। বিদেশ সফরের নেশাটা তার এতোটাই যে উগান্ডা, বুরুন্ডি, রুয়ান্ডা, সান মারিনো, সেসেলস-এর মতো দেশেও পা পড়েছে তার। যে ১০০টি দেশ সফর করেছেন, সে সব দেশের মুদ্রা সংরক্ষণ করেছেন। খেলার জন্য যে সব দেশে গেছেন, সে সব আসরের কোট পিনও আছে তার সংগ্রহে। ফিফা, আওইসি, আইসিসির প্রতিটি আসরে বাংলাদেশের ব্রান্ডিং করেছেন। প্রতিটি ক্রিকেট দলের অটোগ্রাফ সম্বলিত ক্যাপও আছে তার সংগ্রহে।
২০১১ সালে ভারত, শ্রীলঙ্কার সাথে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক মর্যাদা পেয়েছে ২০০৬ সালে। বাংলাদেশে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ ক্রিকেটে সারা বিশ্বকে আমন্ত্রন জানাতে শিশুপুত্রকে সঙ্গে নিয়ে মেলবোর্নে প্লাকার্ড তুলে ধরেছেন।
বিদেশ সফরের সেঞ্চুরি পূর্তি উপলক্ষ্যে শুক্রবার বিকেলে ডেইলি স্টার ভবনে মাহমুদ সেমিনার হলে করেছেন একটি অনুষ্ঠান। বিদেশ সফরে সুখস্মৃতি এবং তিক্ত অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন।
অনুষ্ঠানস্থলে সালওয়ারী বিদেশ সফরের দেশগুলো পর্যায়ক্রমে সাজিয়েছেন তানভির। কৌতুহলী অতিথিদের জন্য ওইসব দেশের কোট পিন, মুদ্রাও সাজিয়ের তানভির। কাছ থেকে এই খেলাপাগল বিশ্বপরিব্রাজককে দেখেছেন এবং তার বিদেশ সফরের সঙ্গী ছিলেন যারা, তাদের বক্তব্য নিয়েছেন। অতিথিদের ক’জনকে দিয়েছেন স্মারক ক্রেস্ট। কুইজ প্রতিযোগিতা করে দিয়েছেন বিশেষ পুরস্কার।























