স্পোর্টস ডেস্ক
ক্যারিবিয়ান অঞ্চল ও যুক্তরাষ্ট্রে আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বিশ্বমঞ্চে কোন ১৫ জন খেলোয়াড় নিয়ে যাচ্ছে বাংলাদেশ জানা যাবে মঙ্গলবার (১৪ মে)। এদিন বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করা হবে। আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষে দল দেয়ার কথা ছিল। রোববার শেষ হয়েছে সিরিজ। ধারণা করা হচ্ছে ম্যাচে নামার আগে তাসকিন আহমেদ চোটে পড়ায় দল ঘোষণায় খানিকটা সময় নিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল।
শুক্রবার মিরপুরে চতুর্থ টি-টুয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় সাইড স্ট্রেইনে চোট পান তাসকিন। সেই চোটই এখন তার বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। রোববার বাংলাদেশ দল যখন জিম্বাবুয়ের সঙ্গে মাঠের লড়াইয়ে, তখন স্ক্যান হয়েছে তাসকিনের। স্টেডিয়াম ছাড়ার আগে সংবাদকর্মীদেরকে তিনি বলে যান, বিশ্বকাপ খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’।
জিম্বাবুয়ের বিপক্ষে লম্বা সিরিজে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ। ঘুরিয়ে ফিরিয়ে খেলেছেন সব ক্রিকেটারই। ৪-১ সিরিজ শেষ করার পর বাংলাদেশ নির্ভার থেকে বিশ্বকাপ মিশনে যাচ্ছে। স্কোয়াড কেমন হবে তা অনেকটা অনুমেয়। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।