ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ মেসির হাতের সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা সালাহ ম্যাজিকে আইভরি কোস্টকে বিদায় করে সেমিতে মিশর বারিশাল গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

গাড়ি দুর্ঘটনায় আহত মেসির বোন, পিছিয়ে গেল বিয়ে

news desk
  • আপডেট সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দের সানাই বাজার কথা ছিল আর মাত্র কয়েক দিন পরেই। কিন্তু উৎসবের আগেই নেমে এল বিষাদের ছায়া। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল। গুরুতর আহত হওয়ায় আপাতত পিছিয়ে গেছে তার বিয়ের আনুষ্ঠানিকতা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মায়ামিতে নিজের এসইউভি গাড়ি চালানোর সময় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মারিয়া। এতেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

দুর্ঘটনায় বেশ গুরুতর চোট পেয়েছেন মেসির বোন। চিকিৎসকরা জানিয়েছেন, মারিয়ার দুটি কশেরুকা ভেঙে গেছে। এছাড়া গোড়ালি ও কবজিতে চিড় ধরার পাশাপাশি শরীরের কয়েকটি স্থানে দগ্ধ হওয়ার চিহ্নও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, তিনি বর্তমানে শঙ্কামুক্ত এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, প্রাথমিক চিকিৎসার পর মারিয়াকে আর্জেন্টিনায় ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে নিজ শহর রোজারিওতে পরিবারের সান্নিধ্যেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

আগামী ৩ জানুয়ারি ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচ জুলিয়ান তুল্লি আরেলানোর সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল মারিয়া সোলের। কিন্তু দুর্ঘটনার কারণে দীর্ঘ সময়ের জন্য তাকে বিশ্রামে থাকতে হবে। তাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বিয়ের আয়োজন।

পেশায় ফ্যাশন ডিজাইনার মারিয়া সোল ভাই মেসির বিভিন্ন ব্যবসায়িক প্রকল্পের সঙ্গেও যুক্ত। তবে বোনের দুর্ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাড়ি দুর্ঘটনায় আহত মেসির বোন, পিছিয়ে গেল বিয়ে

আপডেট সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আনন্দের সানাই বাজার কথা ছিল আর মাত্র কয়েক দিন পরেই। কিন্তু উৎসবের আগেই নেমে এল বিষাদের ছায়া। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল। গুরুতর আহত হওয়ায় আপাতত পিছিয়ে গেছে তার বিয়ের আনুষ্ঠানিকতা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মায়ামিতে নিজের এসইউভি গাড়ি চালানোর সময় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মারিয়া। এতেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

দুর্ঘটনায় বেশ গুরুতর চোট পেয়েছেন মেসির বোন। চিকিৎসকরা জানিয়েছেন, মারিয়ার দুটি কশেরুকা ভেঙে গেছে। এছাড়া গোড়ালি ও কবজিতে চিড় ধরার পাশাপাশি শরীরের কয়েকটি স্থানে দগ্ধ হওয়ার চিহ্নও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, তিনি বর্তমানে শঙ্কামুক্ত এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, প্রাথমিক চিকিৎসার পর মারিয়াকে আর্জেন্টিনায় ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে নিজ শহর রোজারিওতে পরিবারের সান্নিধ্যেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

আগামী ৩ জানুয়ারি ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচ জুলিয়ান তুল্লি আরেলানোর সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল মারিয়া সোলের। কিন্তু দুর্ঘটনার কারণে দীর্ঘ সময়ের জন্য তাকে বিশ্রামে থাকতে হবে। তাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বিয়ের আয়োজন।

পেশায় ফ্যাশন ডিজাইনার মারিয়া সোল ভাই মেসির বিভিন্ন ব্যবসায়িক প্রকল্পের সঙ্গেও যুক্ত। তবে বোনের দুর্ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।