আসাদ যুগের নকশা বদলে বছরের প্রথম দিনে সিরিয়ায় নতুন নোট
- আপডেট সময় : ০৩:২১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাশার আল আসাদের দীর্ঘ শাসনের পতনের পর সিরিয়ার অর্থনীতিতে আমূল পরিবর্তনের সূচনা করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। দেশটির মুদ্রার মান পুনরুদ্ধার এবং ব্যবহারিক সহজলভ্যতা নিশ্চিত করতে গত ১ জানুয়ারি থেকে পুরনো নোট বদলে নতুন ব্যাংক নোট চালুর কার্যক্রম শুরু হয়েছে।
প্রেসিডেন্ট আহমেদ আল শারা প্রশাসনের এই পদক্ষেপে নতুন নোট থেকে আসাদ পরিবারের ছবি সরিয়ে ফেলা হয়েছে। পরিবর্তে স্থান পেয়েছে সিরিয়ার জাতীয় পরিচয়ের প্রতীক—গোলাপ, গম, জলপাই ও কমলার মতো কৃষিপ্রধান অনুষঙ্গ। প্রেসিডেন্ট শারা বলেন, নতুন মুদ্রার নকশায় কোনো ‘ব্যক্তিপূজা’ থাকবে না, এটি হবে খাঁটি সিরীয় ঐতিহ্যের প্রতিফলন।
নতুন এই ব্যবস্থায় মুদ্রার ‘পুনর্মূল্যায়ন’ বা ‘রিডিনোমিনেশন’ করা হয়েছে। অর্থাৎ, পুরনো নোটের মান থেকে দুটি শূন্য কমিয়ে আনা হয়েছে। ফলে আগে যা ১০ লাখ পাউন্ড ছিল, তা এখন ১০ হাজার পাউন্ডের সমান। বাজারে ১০ থেকে ৫০০ সিরিয়ান পাউন্ড পর্যন্ত বিভিন্ন মানের নোট ছাড়া হয়েছে।
সাধারণ বাসিন্দারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। একজন নাগরিক বলেন, “আগে সামান্য কেনাকাটার জন্য বস্তাভর্তি টাকা নিয়ে বের হতে হতো, যা ছিল অনিরাপদ। এখন স্বচ্ছন্দে মানিব্যাগে টাকা রাখা যাবে।”
যদিও নাগরিকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে, তবে ব্যাংকার ও অর্থনীতিবিদদের একটি অংশ শঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, হঠাৎ এই পরিবর্তন বাজারে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিতে পারে এবং জনগণের ক্রয়ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আশ্বস্ত করেছেন যে, প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হচ্ছে এবং এটি দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল করবে।
সুত্রঃ news24bd.tv






















