মেয়ার্স-মাহমুদউল্লাহর ব্যাটে শীর্ষে উঠলো রংপুর
- আপডেট সময় : ০২:১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
ইনিংসের শুরুতে ঝড়ো ফিফটি কাইল মেয়ার্সের, আর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ ফিনিশিং। আর তাতেই চট্টগ্রাম রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামে চট্টলার দলটি। ওপেনার অ্যাডাম রসিংটন পান টুর্নামেন্টে টানা তৃতীয় ফিফটির দেখা (৪১ বলে ৫৮)। হাসান নাওয়াজ ফেরেন ৪৬ রানে। আর শেষ দিকে আমির জামালের ১০ বলে ১৯ ও শেখ মেহেদি হাসানের ৭ বলে ১৩ রানের কল্যাণে ১৬৯ রান তোলে চট্টগ্রাম।
রংপুরের হয়ে দুটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন লিটন দাস (৮ বলে ১০)। জীবন পান আরেক ওপেনার কাইল মেয়ার্স। তার ব্যাটে বল ছুঁয়ে সরাসরি চলে যায় উইকেটকিপারের কাছে। কিন্তু আম্পায়ারের তর্জনি ওঠেনি। প্রতিপক্ষও রিভিউ নেয়নি। সেই মেয়ার্স পরে দেখান তার ক্যারিবীয় ছন্দের নাচ। মাত্র ২৫ বলে দুরন্ত ফিফটি করে তিনি গড়ে দেন জয়ের ভিত।
তাওহিদ হৃদয় করেন ১৭ রান। ‘ধীরস্থির’ মালান আউট হন ত্রিশে। এরপর রংপুর কিছুটা চাপে পড়লেও তাদের নির্ভার করে দেন মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। দুজনের জুটিতে আসে ২২ বলে ৪৭ রান। খুশদিল ১২ বলে ২২ করে প্যাভিলিয়নে ফিরলেও বাকি কাজটুকু সারেন মাহমুদউল্লাহ (১৯ বলে অপরাজিত ৩০)।
এই জয়ে চট্টগ্রামকে হটিয়ে শীর্ষে উঠে গেল রংপুর। ৫ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়।
সুত্রঃ Jamuna.tv
























