গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা
- আপডেট সময় : ০৪:৫০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে কে এগিয়ে থাকবে, তার একটি বড় আভাস মিলবে এই ‘শ্যাম্পেন-উৎসবে’ থেকে।
এবারের আসরে মনোনয়নের দৌড়ে সবাইকে টেক্কা দিচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ডার্ক কমেডি ছবি ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। এক সময়ের বিপ্লবী নেতার নিজের মেয়ের জীবন বাঁচাতে পুনরায় লড়াইয়ে ফেরার এই গল্পটি দর্শক ও সমালোচকদের মন জয় করেছে।
এই ছবির জন্য সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন ডিক্যাপ্রিও। তাঁর সঙ্গে সহ-অভিনেতা হিসেবে বেনিসিও ডেল তোরো এবং শন প্যানও মনোনয়ন পেয়েছেন।

ড্রামা ও কমেডি বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই: সেরা মিউজিক্যাল বা কমেডি বিভাগে ডিক্যাপ্রিওর ছবির মূল প্রতিদ্বন্দ্বী টিমোথি চালামেত অভিনীত ‘মার্টি সুপ্রিম’ এবং ব্ল্যাক কমেডি ‘বুগোনিয়া’। অন্যদিকে, ড্রামা বিভাগে লড়াই হবে জাঁকজমকপূর্ণ। জর্জ ক্লুনি ও অ্যাডাম স্যান্ডলার অভিনীত ‘জে কেলি’, গুইলারমো ডেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’, অলৌকিক হরর ছবি ‘সিনার্স’ এবং শেক্সপিয়রের পরিবার নিয়ে নির্মিত ‘হ্যামনেট’ রয়েছে সেরা ড্রামা ছবির দৌড়ে।
অভিনয় শিল্পী ও নতুন বিভাগ: এবারের আসরে সেরা অভিনয়ের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন ডোয়াইন জনসন (দ্য স্ম্যাশিং মেশিন), মাইকেল বি জর্ডান (সিনার্স), জেসি বাকলি (হ্যামনেট) এবং ‘উইকেড: ফর গুড’ মিউজিক্যালের জন্য আরিয়ানা গ্রান্দে ও সিনথিয়া এরিভো।
তবে এবারের সবচাইতে বড় চমক হলো প্রথমবারের মতো যুক্ত হওয়া ‘পডকাস্ট’ বিভাগ। এই বিভাগে লড়ছে ডাক্স শেপার্ডের ‘আর্মচেয়ার এক্সপার্ট’, ‘কল হার ড্যাডি’ এবং অ্যামি পোহলারের ‘গুড হ্যাং’-এর মতো জনপ্রিয় পডকাস্টগুলো।

হোস্ট হিসেবে নিকি গ্লেসারের প্রত্যাবর্তন: বিখ্যাত কমেডিয়ান নিকি গ্লেসার দ্বিতীয়বার এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। হলিউডের তারকাদের নিয়ে রসিকতা করার জন্য গোল্ডেন গ্লোবসের বিশেষ খ্যাতি থাকলেও গ্লেসার অভয় দিয়েছেন। তিনি বলেন, কারও রাত নষ্ট করার ইচ্ছা আমার নেই। আমার জোকস শুনে কাউকে আফটার-পার্টিতে মুখ লুকিয়ে পালাতে হবে না।
বৈচিত্র্য ও আন্তর্জাতিক সিনেমা: বিগত কয়েক বছরের সমালোচনার পর গোল্ডেন গ্লোবস তাদের ভোটার সংখ্যা বাড়িয়ে তিনশ’তে উন্নীত করেছে এবং বৈচিত্র্য নিশ্চিত করার লক্ষ্যে সংস্কার এনেছে। এবারের মনোনয়নে নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ইরানি পরিচালক জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ এবং ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’-এর মতো আন্তর্জাতিক চলচ্চিত্রগুলো গুরুত্ব পেয়েছে।
স্থানীয় সময় রোববার রাত ৮টায় আমেরিকান গণমাধ্যম সিবিএস এবং প্যারামাউন্ট প্লাসে সরাসরি সম্প্রচারিত হবে এই বর্ণাঢ্য আয়োজন।
























