সমাচার ডেস্ক
লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে কমপক্ষে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে হঠাৎ আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তুষভান্ডার পাশা মার্কেটে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পল্লী চিকিৎসক সবুজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পড়ে সেই আগুন দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পরে আদিতমারী ফায়ার সার্ভিসের মোট দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে এতে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তুষভান্ডার বাজার বনিক সমিতির সভাপতি আবু তালেব মিলু জানান, তুষভান্ডারের সবুজ নামে পল্লী চিকিৎসকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বাজারের গালামাল, কসমেটিক, চায়ের দোকানসহ ছোট-বড় ২০ থেকে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।