স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর শুরু হবে আগামী ২ জুন থেকে। ইতোমধ্যে অংশগ্রহণকারী ১৯টি দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। বাকি কেবল পাকিস্তান। তারাও ঘোষণা করবে ২২ মে। এদিকে সবার আগে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে এশিয়ার দেশ শ্রীলঙ্কা। গতকাল রাতে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে টাইগাররাও। খবর ক্রিকইনফো।
বিশ্বকাপের আগে সাধারণত ওয়ার্ম আপ ম্যাচে অংশ নিয়ে থাকে অংশগ্রহণকারী দলগুলো। তবে আইসিসির পক্ষ থেকে এখনো প্রস্তুতি ম্যাচগুলোর সূচি কিংবা প্রতিপক্ষ ঘোষণা করা হয়নি। এদিকে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো দাবি করেছে, আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। যেখানে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে রোহিত শর্মারা। এখানেই হবে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান দ্বৈরথও।
এদিকে বিশ্বকাপকে সামনে রেখে নিজ দেশে ক্যাম্প শুরু করেছে এবারের আসরে সবার আগে দল ঘোষণা করা নিউজিল্যান্ড। দলের বেশিরভাগ ক্রিকেটারই এই মুহূর্তে ব্যস্ত রয়েছে আইপিএল মিশনে। স্কোয়াডে থাকা ১৫ জনের ৯ জন রয়েছেন সেখানে। ইনজুরির কারণে ডেভন কনওয়ে না খেললেও চেন্নাইয়ের সঙ্গেই রয়েছেন। বাকিরা পাকিস্তানের বিপক্ষে খেলেছেন পাঁচ ম্যাচ সিরিজ। তাই কিউইরা বিশ্বকাপের আগে কোনো ওয়ার্মআপ ম্যাচ খেলবে না বলে জানিয়েছেন কোচ গ্যারি স্টিড।
বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড দল ২৩ মে থেকে ১ জুনের মধ্যে তিন ভাগ হয়ে যাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ব্ল্যাকক্যাপদের গ্রুপ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। হেড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন পুরো দল নিয়ে একসঙ্গে হওয়াটাই চ্যালেঞ্জিং। তবে ক্যারিবিয়ান লিগে কিউই ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি।
নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড বলেন, ওয়েস্ট ইন্ডিজে যাওয়াটা কঠিন। সুতরাং ত্রিনিদাদ এন্ড টোবাগোতে এসময় একসঙ্গে হওয়াটা সহজ নয়। আমরা কোনো প্রস্তুতি ম্যাচ খেলব না। আমাদের বেশ কজন গত দু’মাস আইপিএল খেলছে। বাকিরাও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে। সিপিএল খেলার অভিজ্ঞতাও অনেকেরই আছে।