সমাচার ডেস্ক
বিশ্বের কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে- প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনার জানার বিষয় সব ওয়েবসাইটে আছে, যা তথ্য লাগে সেখান থেকে নিন। আপনি কার্যালয়ের ভেতরে ঢুকবেন কেনো?’ আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। তখন এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এখন খুবই সংকটপূর্ণ। এ পরিস্থিতিতে টিকে থাকাই কঠিন। পরিস্থিতি উত্তরণে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। বাজার পরিস্থিতি ওঠানামা করবেই। বর্তমানে এ অবস্থা আরো দৃশ্যমান হবে।
দেশের রিজার্ভ ১৩ বিলিয়ন ডলার জানিয়ে করা এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, কে বলল রিজার্ভ ১৩ বিলিয়ন ডলার? দেশের রিজার্ভ এখন ১৯ থেকে ২০ বিলিয়ন ডলার। তিনি বলেন, অনেক দেশের তুলনায় গণতন্ত্রে আমরা সার প্লাসে আছি।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় নিয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে কথা বলে এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারব।
কাদের বলেন, নির্বাচনের পর বিএনপির উপর তো কোনো দমনপীড়ন করা হয়নি। আমেরিকায় আন্দোলনকারীদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে সেই রকম আচরণ তো বিএনপির সঙ্গে করা হচ্ছে না।
এসময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।