সমাচার ডেস্ক
পর্বতারোহী মুসা ইব্রাহীম থেকে বাবর আলী- এভারেস্টের চূড়ায় নিয়ে গেছেন লাল-সবুজের পতাকা। এবার দীর্ঘ ১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন বাবর আলী। আজ রোববার (১৯ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় ৮টা ৪৫ মিনিট) এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। রোববার সকাল ৮টা ৫৪ মিনিটে বাবরের সংগঠন ‘ভার্টিকাল ড্রিমার্স’ ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
ফেসবুক পোস্টে বলা হয়, অবশেষে!! পৃথিবীর শীর্ষ এভারেস্ট ছুঁয়েছি আমরা!!! ১১ বছর প্রতীক্ষার পর আজ তৃতীয় মেরুতে উড়েছে লাল-সবুজ!! ঠিক শুনছেন। আমাদের স্বপ্ন সারথি বাবর আলী আজ স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশের সময় ৮টা ৪৫) আকাশ ছুঁয়েছে।
এতে আরো বলা হয়, সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগে বেসক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদের এই তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর আছে ক্যাম্প-৪ এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব নয়। তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে।
ভার্টিকাল ড্রিমার্স জানিয়েছে, লক্ষ্য শুধু এভারেস্ট নয়, লোৎসেও।
গত ১ এপ্রিল পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে চূড়াটি জয়ের জন্য রওনা দিয়েছিলেন বাবর আলী।
এদিকে যাত্রা শুরুর আগে বাবর আলী জানিয়েছিলেন, মাউন্ট এভারেস্টে জয় করা অনেকের স্বপ্ন। প্রতিবছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন। এভারেস্টের চূড়ায় ওঠার পর আরেক পর্বতশৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি। আমি সেই চ্যালেঞ্জটাই দিয়েছি।
সে অনুযায়ী এভারেস্ট জয়ের পর বাবরের পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসের চূড়াও জয় করা। রোববার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারো শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন সেটির চূড়ায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন বাবর। তবে চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি।