আন্তর্জাতিক ডেস্ক
আছড়ে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। দেশটির রাষ্ট্রয়াত্ত টিভিতে এই তথ্য জানানো হয়েছে। ঘটনাস্থলে এখন অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে এ ব্যাপারে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সরকারি টিভি চ্যানেল। আজ রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এ ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট রাইসি গতকাল আজারবাইজানে গিয়েছিলেন। সেখানে আজারি প্রেসিডেন্টের সঙ্গে একটি ড্যাম উদ্বোধন করেন তিনি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরো জানিয়েছে, এই বহরে তিনটি হেলিকপ্টার ছিলো। যার মধ্যে দুটি নিরাপদে ফেরে। যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলি-হাসেম। তিনি ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন।
জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহণমন্ত্রী মেহেরদাদ বাজারপাস অন্য দুটি হেলিকপ্টারে ছিলেন। যেগুলো নিরাপদে ফিরে এসেছে।
দেশটির আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, প্রেসিডেন্টের হেলিকপ্টারে যারা ছিলেন তারা জরুরি বার্তা পাঠাতে সমর্থ হয়েছিলেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আজারবাইজান শহরের কাছে অবস্থিত জলফাতে তার হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হয়। ইরানের রাজধানী তেহেরান থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে অঞ্চলটির অবস্থান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম রাইসির বহরে তিন হেলিকপ্টার ছিলো। এর মধ্যে দুটি নিরাপদভাবে ফিরে এসেছে। তাকে বহন করা হেলিকপ্টারটির খোঁজে সন্ধান চলছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদের বেগ পেতে হচ্ছে। সেখানে প্রচুর বৃষ্টি এবং বাতাস বয়ে যাচ্ছে।
ইব্রাহিম রাইসি আজারবাইজান প্রদেশের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি বাঁধ উদ্বোধনের জন্য রোববার সকালে হেলিকপ্টারে করে সেখানে রওয়ান দেন। তৃতীয় এই বাঁধটি আরাস নদীর ওপর তৈরি করা হয়েছে।
ইরানে বিভিন্ন ধরনের হেলিকপ্টার রয়েছে। কিন্তু আন্তর্জাতিক অবরোধের কারণে সেগুলোর যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়া সামরিক বহরে যেসব বিমান রয়েছে সেগুলো অনেক পুরনো।