স্পোর্টস ডেস্ক
চলতি বছরের ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগাররা। মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম ম্যাচ। দুই দলের এই লড়াই কোনো চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে কি না তা নিয়ে ছিলো সংশয়। অবশেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে মিললো সুখবর।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজটি টিভিতে কোথায় দেখা যাবে, তা জানা গেলো আজ সোমবার (২০ মে)। বাংলাদেশের নাগরিক টিভিতে দেখা যাবে আসন্ন এই সিরিজটি। টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ২৩ ও ২৫ মে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খেলবে দল দুটি।
আসন্ন এই সিরিজের জন্য টিকিটের দামও প্রকাশ করেছে স্বাগতিকরা। ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৭৫০ টাকা। যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় খেলা না হলেও উক্ত সিরিজে দর্শক উপস্থিতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা মাঠে বসে নিজ দলকে সমর্থন দেয়ার সুযোগ হাতছাড়া করবে না।