ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি স্বাক্ষরের আভাস ২৫ আগস্টের মধ্যে লুটের পাথর ফেরত দেওয়ার নির্দেশ দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। টেকনাফ সীমান্তে গুলির শব্দ, রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা। লুটের অস্ত্রে চলছে ছিনতাই-লুটপাট, ১৩৬৩টির হদিস নেই এখনো। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার কারখানায় বিস্ফোরণ। গলাচিপা পৌর শহরে অস্ত্রের মুখে বাড়িতে ডাকাতি। ছাত্র জনতা হত্যা মামলায় জাবির সাবেক সহকারী প্রক্টর গ্রেফতার। পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে: আখতার হোসেন। পাঁচ কোটি টাকা মূল্যের ২৮৪টি মহিষের মালিক আসলে কে?

আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১২:২০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা আজকের এই দিনে প্রতিজ্ঞা করুন, যেকোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, এখনো আওয়ামী দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের মুখে ফেলে দিতে চায়। বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল করতে চায়। এখন থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে একটি পথসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সেখানে কথাগুলো বলেন বিএনপি নেত্রী।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের আমলে আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতা–কর্মী খুন ও গুম হয়েছেন। অনেক মায়ের বুক ও বাবার কোল খালি হয়েছে। বিএনপির নেতা–কর্মীরা হাজার হাজার মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। শেখ হাসিনার আয়নাঘর থেকে এখনো অনেক নেতা–কর্মী ফিরে আসতে পারেনি। এই বাংলাদেশের মাটিতে আয়নাঘর নামক কোনো বস্তু যেন আর সৃষ্টি না হয়।

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, গত বছর জুলাই-আগস্টে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের মারা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই পরিবারগুলোর দিকে এখন তাকানো যায় না। তারা আজকে কাঁদছে। তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্য ও ফ্যাসিবাদমুক্ত করার লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল।

পথসভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার। পরে শামা ওবায়েদের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি  পথসভাস্থল বাইপাস থেকে শুরু হয়ে সালথা বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

One thought on “আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শামা ওবায়েদের

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শামা ওবায়েদের

আপডেট সময় : ০২:১২:২০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা আজকের এই দিনে প্রতিজ্ঞা করুন, যেকোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, এখনো আওয়ামী দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের মুখে ফেলে দিতে চায়। বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল করতে চায়। এখন থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে একটি পথসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সেখানে কথাগুলো বলেন বিএনপি নেত্রী।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের আমলে আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতা–কর্মী খুন ও গুম হয়েছেন। অনেক মায়ের বুক ও বাবার কোল খালি হয়েছে। বিএনপির নেতা–কর্মীরা হাজার হাজার মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। শেখ হাসিনার আয়নাঘর থেকে এখনো অনেক নেতা–কর্মী ফিরে আসতে পারেনি। এই বাংলাদেশের মাটিতে আয়নাঘর নামক কোনো বস্তু যেন আর সৃষ্টি না হয়।

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, গত বছর জুলাই-আগস্টে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের মারা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই পরিবারগুলোর দিকে এখন তাকানো যায় না। তারা আজকে কাঁদছে। তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্য ও ফ্যাসিবাদমুক্ত করার লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল।

পথসভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার। পরে শামা ওবায়েদের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি  পথসভাস্থল বাইপাস থেকে শুরু হয়ে সালথা বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।