ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি স্বাক্ষরের আভাস ২৫ আগস্টের মধ্যে লুটের পাথর ফেরত দেওয়ার নির্দেশ দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। টেকনাফ সীমান্তে গুলির শব্দ, রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা। লুটের অস্ত্রে চলছে ছিনতাই-লুটপাট, ১৩৬৩টির হদিস নেই এখনো। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার কারখানায় বিস্ফোরণ। গলাচিপা পৌর শহরে অস্ত্রের মুখে বাড়িতে ডাকাতি। ছাত্র জনতা হত্যা মামলায় জাবির সাবেক সহকারী প্রক্টর গ্রেফতার। পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে: আখতার হোসেন। পাঁচ কোটি টাকা মূল্যের ২৮৪টি মহিষের মালিক আসলে কে?

ফুটপাতে জায়গা নিয়ে তর্কে ঘুষি, ফুল বিক্রেতার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে ফুল বিক্রির জায়গা নিয়ে তর্কের জেরে এক বিক্রেতার ঘুষিতে অপর বিক্রেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকার ফুটপাতে এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

নিহত মো. ইমান ওরফে বিমান (৪৫) সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে।

তার দুসম্পর্কের এক ভাই মো. নাজমুল বলেন, ইমানের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। সকালে তিনি ফুটপাতে ফুল ও পাতা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, সকালে হিন্দু ধর্মালম্বীরা পূজার কাজে ফুল ও নির্দিষ্ট কিছু গাছের পাতার প্রয়োজন হয়। শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড় ও উকিলপাড়া এলাকার ফুটপাতে রোজ সকালে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন। ইমানও তাদের মধ্যে একজন নিয়মিত বিক্রেতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল বলেন, “আমি আর বিমান ভাই একসাথে পাতা বিক্রি করি। ফুটপাতে বসা নিয়ে আজ সকালে মো. গাউস নামে পাশের আরেক ফুল বিক্রেতার সঙ্গে ইমান ভাই’র তর্ক হয়। এক পর্যায়ে গাউস কিল-ঘুষি মারথে থাকে। এতে ইমান ভাই মাটিতে লুটিয়ে পড়েন।”

আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নাজমুল।

এদিকে, এই ঘটনায় অভিযুক্ত ফুল বিক্রেতা গাউস (৩২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি বন্দর উপজেলার দীঘলদী গ্রামে। তিনি ওই এলাকার এমদাদ হোসেনের ছেলে।

সদর মডেল থানার ওসি নাছির আহমদ বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুটপাতে জায়গা নিয়ে তর্কে ঘুষি, ফুল বিক্রেতার মৃত্যু

আপডেট সময় : ০১:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে ফুল বিক্রির জায়গা নিয়ে তর্কের জেরে এক বিক্রেতার ঘুষিতে অপর বিক্রেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকার ফুটপাতে এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

নিহত মো. ইমান ওরফে বিমান (৪৫) সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে।

তার দুসম্পর্কের এক ভাই মো. নাজমুল বলেন, ইমানের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। সকালে তিনি ফুটপাতে ফুল ও পাতা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, সকালে হিন্দু ধর্মালম্বীরা পূজার কাজে ফুল ও নির্দিষ্ট কিছু গাছের পাতার প্রয়োজন হয়। শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড় ও উকিলপাড়া এলাকার ফুটপাতে রোজ সকালে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন। ইমানও তাদের মধ্যে একজন নিয়মিত বিক্রেতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল বলেন, “আমি আর বিমান ভাই একসাথে পাতা বিক্রি করি। ফুটপাতে বসা নিয়ে আজ সকালে মো. গাউস নামে পাশের আরেক ফুল বিক্রেতার সঙ্গে ইমান ভাই’র তর্ক হয়। এক পর্যায়ে গাউস কিল-ঘুষি মারথে থাকে। এতে ইমান ভাই মাটিতে লুটিয়ে পড়েন।”

আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নাজমুল।

এদিকে, এই ঘটনায় অভিযুক্ত ফুল বিক্রেতা গাউস (৩২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি বন্দর উপজেলার দীঘলদী গ্রামে। তিনি ওই এলাকার এমদাদ হোসেনের ছেলে।

সদর মডেল থানার ওসি নাছির আহমদ বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।