স্পোর্টস ডেস্ক
ইউয়েফা চ্যাম্পিয়ন্সলিগের গ্র্যান্ড ফিনালে আজ শনিবার। একদিকে, ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদ অন্যদিকে, জার্মান ডার্কহর্স বরুশিয়া ডর্টমুন্ড। লন্ডনের ওয়েম্বলিতে খেলা শুরু রাত ১টায়। এবার শিরোপা জিতলেই ১৫ শিরোপা জয়ের নতুন করে ইতিহাস গড়বে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফেস্ট। অন্যদিকে,ওয়েম্বলিতে বেজে উঠেছে ইউসিএলের গ্র্যান্ড ফিনালের হুইসেল। ক্রিকেটে বুদ হওয়ার আগে স্পোর্টস লাভারদের জন্য অ্যাপেটাইজার হিসেবে হাজির রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড শোকেস ম্যাচ।
শেয়ানে শেয়ানে টক্কর ঠিক বলা যাচ্ছে না এই ম্যাচটাকে। ১৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়াল মাদ্রিদ নিজেদের নিয়ে গেছে এক্সোস্ফিয়ারে। অন্যদিকে, বরুশিয়া ডর্টমুন্ড সেই কোন ১৯৯৭ সালে জিতেছিলো নিজেদের একমাত্র ইউসিএল শিরোপা।
দুই দলের হেড হেডেও ঢের এগিয়ে রিয়াল। এখোনো পর্যন্ত ১৩ বারের দেখায় লস ব্লাঙ্কোদের ৬ জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় ৩ ম্যাচে। তবে এই ম্যাচে সবার নজর থাকবে রিয়াল লেজেন্ড টনি ক্রুসের দিকে। এই ম্যাচটাতেই যে শেষবারের মতো দেখা যাবে এই মায়েস্ত্রোকে। সাথে রিয়াল অধিপতি নাচোও পরের মৌসুমে থাকছেন না লস ব্লাঙ্কো শিবিরে।
১৫ নম্বর শিরোপায় চোখ রাখা রিয়াল মাদ্রিদ লন্ডনের টিকিট পায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে নাটকীয় জয়ে। লোকে বলে শিরোপা জেতাকে রিয়াল করে ফেলেছে রোজকার রুটিন। তার ওপর এবারে ফাইনালে প্রতিপক্ষ আন্ডারডগ… তবে রিয়াল মাস্টারমাইন্ড খুব ভালো করেই জানেন ফাইনাল ম্যাচে একটু খানি পা হরকালেই ফিরে আসার সুযোগ মিলবে না। ওৎ পেতে বসে থাকবে ডর্টমুন্ড।
ম্যাচটা যেহেতু ফাইনাল, বরুশিয়াও ছেড়ে কথা বলবে না। সেমিফাইনালে পিএসজির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ২-০ গোলের অ্যাগ্রেগেইটে সবার আগে ফাইনালের জায়গা কিন্তু করে নিয়েছে জার্মান ক্লাবটাই। চলতি আসরের ডার্ক হর্স খ্যাত ডর্টমুন্ড অঘটন ঘটাতেই পা রেখেছে ওয়েম্বলিতে। রিয়াল বধে ৪-২-৩-১ এ কৌশল সাজাচ্ছে জার্মান ক্লাবটা।
রিয়ালের ১৫ নাকি ডর্টমুন্ডের ২… জার্মান ক্লাবটার ম্যাজিক নাকি স্প্যানিয়ার্ডের অমরত্ব। উত্তরে অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া।